Train Time Table: দীর্ঘ আন্দোলন, দীর্ঘ প্রতীক্ষার পর সোমবার বীরভূমে নতুন একটি ট্রেনের পথচলা শুরু হয়। যে ট্রেনটির কথা বলা হচ্ছে সেই ট্রেনটি কাটোয়া ও আহমেদপুরের মধ্যে যাতায়াত করা শুরু করেছে। সোমবার এই ট্রেনটির সূচনার দিন আহমেদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুষ্প বৃষ্টি থেকে শুরু করে জাতীয় পতাকা নিয়ে সংবর্ধনা জানানো হয়। এই ট্রেনটির সূচনার দিন থেকেই সাধারণ মানুষদের মধ্যে কৌতুহলের শেষ নেই। কৌতুহল মূলত টাইম টেবিল (Train Time Table) নিয়ে।
আহমেদপুর ও কাটোয়ার মধ্যে এতদিন পর্যন্ত যে সকল ট্রেন যাতায়াত করতো সেই সকল ট্রেনগুলি ছিল সকালের দিকে। বিকালের দিকে কোনো রকম ট্রেন না থাকার কারণে চরম সমস্যাই করতে হতো বিপুল সংখ্যক মানুষকে। এরই পরিপ্রেক্ষিতে আহমেদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সদস্যরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছিলেন। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতেই ট্রেনটির সূচনা হওয়ায় খুশি সাধারণ মানুষ থেকে শুরু করে আন্দোলনের অংশীদাররা।
আরও পড়ুন: বীরভূমের কপালে নতুন ট্রেন, দেখে নিন রুট আর টাইমটেবিল
নতুন যে ট্রেনটির সূচনা হয়েছে সেই ট্রেনটি প্রতিদিন পরিষেবা দেবে। ট্রেনটির কাটোয়া থেকে ছাড়ার সময় হল বিকেল তিনটে ৫০ মিনিট। ট্রেনটি আহমেদপুর জংশন পৌঁছানোর সময় বিকেল পাঁচটা পনেরো মিনিট। যাত্রাপথে ট্রেনটির প্রতিটি স্টেশনে স্টপেজ দেবে। অন্যদিকে এই ট্রেনটিতেই বিকাল বেলায় আহমেদপুর থেকে কাটোয়া রওনা দেওয়া যাবে। আহমেদপুর জংশন থেকে ট্রেনটির ছাড়ার সময় হল বিকেল পাঁচটা 30 মিনিট এবং কাটোয়া জংশন পৌঁছানোর সময় হল ৬:৫৫ মিনিট (Train Time Table)।