From now passengers will get confirmed tickets 10 minutes before train departure: ভারতীয় রেল বিশ্বের মধ্যে অন্যতম বড় রেলব্যবস্থা। এদেশের মানুষ তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য ট্রেনের ওপরই ভরসা করেন। কাছে হোক কিংবা দূরে খুব সহজেই আপনি ট্রেনে করে চলে যেতে পারবেন। অন্যান্য গণপরিবহনের থেকে ট্রেনে যাতায়াত করলে খরচা অনেক কম হয়, সেই কারণে সাধারণ মানুষ এই মাধ্যমের উপর সবথেকে বেশি ভরসা করে। রেলব্যবস্থা তাই যাত্রীদের জন্য আনলো অনেক বড় সুযোগ। ১০ মিনিট আগেও এবার থেকে পাওয়া যাবে কনফার্ম (Ticket confirmation)।
যত দিন যাচ্ছে ভারতীয় রেল নিজেকে সাজিয়ে তুলছে উন্নত পরিষেবায়। কোথাও যাতায়াত করার জন্য যাত্রীদের সবথেকে বেশি যে জিনিসটি প্রয়োজন সেটি হল টিকিট। টিকিট ছাড়া ট্রেনে ওঠা কিন্তু দণ্ডনীয় অপরাধ, এর জন্য পেতে হতে পারে কঠোর শাস্তি। কিন্তু হঠাৎ যদি কোথাও যেতে হয় সেক্ষেত্রে টিকিট পাওয়া হয়ে যায় খুব মুশকিল। সেই সমস্যাকে দূর করতেই আইআরসিটিসি নিয়ে এলো নতুন পরিষেবা। ট্রেন ছাড়ার ১০ মিনিটের মধ্যে আপনি পেয়ে যাবেন কনফার্ম টিকিট (Ticket confirmation)।
যাত্রীদের অসুবিধা দূর করার জন্য আইআরসিটিসির এই নতুন পরিষেবা সত্যিই খুব কার্যকর। নিশ্চিতভাবে ট্রেন ছাড়া ১০ মিনিট আগেই আপনি পেয়ে যাবেন আপনার কনফার্ম টিকিট (Ticket confirmation)। কিন্তু আপনার মনে প্রশ্ন জাগতে পারে রিজার্ভেশন চার্ট রেডি হওয়ার পরও কিভাবে টিকিট কনফার্ম হবে? এর উত্তরও আছে আইআরসিটিসি এর কাছে।
বর্তমানে রেল তার যাত্রীদের জন্য নিয়ে এসেছে দুর্দান্ত সুযোগ। সবসময় তাদের সুবিধার কথাই চিন্তা করে রেল ব্যবস্থা। আইআরসিটিসি মোবাইল অ্যাপ্লিকেশনটির মাধ্যমে খুব সহজেই ঘরে বসে আপনি আপনার টিকিট বুকিং থেকে শুরু করে, লাইভ স্ট্যাটাস, টিকিট ক্যান্সেল ইত্যাদি কাজ করতে পারবেন। এরফলে যাত্রীদের দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয় না। এই অ্যাপটির মাধ্যমেই আপনি আপনার টিকিট কনফার্ম (Ticket confirmation) করতে পারবেন।
যাত্রীদের জন্য সব থেকে বড় সুবিধা হল, যখন আপনি IRCTC-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বুকিং উইন্ডোতে চ্যাট বা ভ্যাকেন্সির অপশন দেখতে পাবেন। সেখান থেকে জানতে পারবেন নির্দিষ্ট ট্রেনে সিট খালি পাওয়া যাবে কিনা। যদি কোনো যাত্রী শেষ মুহূর্তে বা কোনো কারণে তাঁদের টিকিট বুকিং বাতিল করেন, তাহলে ভ্যাকেন্সি চার্টের অপশনে ওই খালি সিটগুলির সম্পর্কে জানা যায়। এরফলে ট্রেনের খালি সিট সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে। এমনকি চার্ট তৈরি হয়ে যাওয়ার পরও আপনি আপনার টিকিট কনফার্ম করতে পারবেন। IRCTC-র অফিসিয়াল ওয়েবসাইটে থাকা এই ফিচারটি আপনাকে শেষ মুহূর্তে কনফার্ম টিকিট পেতে সাহায্য করবে।