Lok Sabha 2024 Opinion Poll: কতটা সহজ ‘আব কি বার ৪০০ পার’! দেশ ও বাংলায় কত আসন পাবে বিজেপি

নিজস্ব প্রতিবেদন : বেশ কয়েকদিন ধরেই লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে শনিবার ভোটের দিনক্ষণ ঘোষণা হবে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। তবে নির্বাচন কমিশনের ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই একটি জনমত সমীক্ষায় (Lok Sabha 2024 Opinion Poll) উঠে এসেছে, বিজেপির স্লোগান ‘আব কি বার ৪০০ পার’ নিয়ে ভবিষ্যৎবাণী।

আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি দেশে কত আসন পাবে তা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে সামাজিক মাধ্যম থেকে শুরু করে চায়ের দোকান, আড্ডা খানায়। সাধারণ মানুষদের মতোই সমীক্ষাতেও বলছে, এবারও বিজেপিকে ক্ষমতায় ফিরতে কেউ আটকাতে পারবে না। ক্ষমতাই বিজেপি ফের আসতে চলেছে তা প্রায় প্রত্যেকেরই জানা, তবে প্রশ্ন হল কত আসন পাবে দেশে, প্রশ্ন হল কত আসন পাবে বাংলায়?

এখনো পর্যন্ত যতগুলি সংস্থা জনমত সমীক্ষা চালিয়েছে প্রত্যেকের সমীক্ষাতেই বিজেপির মুখে চওড়া হাসি ফুটতে দেখা যাচ্ছে। নিউজ ১৮ এর মেগা ওপিনিয়ন পোলে বিজেপির স্লোগানের লক্ষ্য পূরণের আভাস মিলছে। তাদের ওপিনিয়ন পৌল অনুযায়ী আসন্ন লোকসভা নির্বাচনে ৫৪৩ টি আসনের মধ্যে এনডিএ পেতে পারে ৪১১টি। ইন্ডিয়া জোটের ঝুলিতে যেতে পারে ১০৫ টি আসন। অন্যান্যরা পেতে পারে ২৭টি আসন। এই সংস্থার সমীক্ষার অনুযায়ী পশ্চিমবঙ্গে বিজেপির আসন বেড়ে হতে পারে ২৫টি। অন্যদিকে তৃণমূলের আসন কমে দাঁড়াতে পারে ১৭টিতে। আর বাম ও কংগ্রেসের ঝুলিতে একটিও আসন নাও যেতে পারে।

আরও পড়ুন 👉 BJP’s Seats from West Bengal: ৩৫, না ৪২! বাংলায় বিজেপি পাবে কত আসন! হিসাব কষে জানালেন অমিত শাহ

অন্যদিকে যদি এবিপি নিউজ সি ভোটারের সমীক্ষার দিকে তাকানো যায় তাহলে বিজেপি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতায় প্রত্যাবর্তন করলেও তাদের ‘আব কি বার ৪০০ পার’ স্লোগান বাস্তব রূপ পাবে না বলেই জনমত সমীক্ষায় উঠে এসেছে। তাদের সমীক্ষা অনুযায়ী গোটা দেশে এনডিএ ৫৪৩টি আসনের মধ্যে ৩৬৬ টি আসন পাবে। অর্থাৎ বিজেপি ফের ক্ষমতা দখল করবে এমনই জানাচ্ছে জনমত সমীক্ষা। দেশের মধ্যে উত্তরপ্রদেশে তাদের সবচেয়ে ভালো ফলাফল হবে। সেখানে ৮০টি আসনের মধ্যে ৭৪ টিতেই জিতবে বিজেপি।

এবিপি নিউজ সি ভোটারের সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গে এবার বিজেপি খুব বেশি উন্নতি করতে পারবে না। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে যেখানে বিজেপি ১৮ টি আসনে জয়লাভ করেছিল সেই জায়গায় এবার তারা ১৯ টি আসনে জয়লাভ করবে। অন্যদিকে ২৩ টি আসনে জয়লাভ করবে তৃণমূল। এবার বামদের আগের মতই শূন্য হাতে ফিরতে হবে, অন্যদিকে কংগ্রেসকেও শূন্য হাতে ফিরতে হবে।