নিজস্ব প্রতিবেদন : দিন দুয়েক আগেই কপাল খুলেছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranaut)। তবে সেই আনন্দের দিন কাটতে না কাটতেই আচমকা কোথায় যেন ছন্দপতন হলো। এবার অবশ্য ছন্দপতন হয়েছে এক মহিলা সিআইএসএফ কর্মীর কারণে। কেননা ঐ মহিলা সিআইএসএফ কর্মীর বিরুদ্ধে কঙ্গনাকে থাপ্পড় (Kangana Ranaut vs CISF) মারার অভিযোগ তোলা হয়েছে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার অভিনেত্রী মান্ডি থেকে বিজেপির টিকিটে বিপুল ভোটে জয়লাভ করার পর দিল্লি পৌঁছানোর জন্য চন্ডিগড় এয়ারপোর্টে পৌঁছেছিলেন। সেখানেই হেনস্তার শিকার হতে হয়েছে ভোটে জয়ী প্রার্থী কঙ্গনা রানাওয়াতকে। সাংসদ হিসেবে শপথ গ্রহণের আগেই এইভাবে একজন সিআইএসএফ মহিলা জাওয়ানের হাতে থাপ্পড় খাওয়ায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া সহ দেশজুড়ে।
তবে ওই মহিলা সিআইএসএফ জাওয়ান কেন আচমকা এমন একজন জয়ী প্রার্থী তথা অভিনেত্রীর উপর এইভাবে চড়াও হলেন? এর পিছনে রয়েছে কৃষক আন্দোলনের সময় কঙ্গনা রানাওয়াতের মন্তব্য। অভিযুক্ত ওই সিআইএসএফ মহিলা জওয়ানের দাবি অনুযায়ী, তার মা ওই আন্দোলনের সময় আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে আন্দোলনে বসেছিলেন। কিন্তু কঙ্গনা রানাওয়াত ওই আন্দোলনে না বসেই যে মন্তব্য করেছিলেন তা তার পছন্দ হয়নি। আর এরই পরিপ্রেক্ষিতে এদিন বিমানবন্দরে পেয়ে কঙ্গনা রানাওয়াতের উপর এইভাবে চড়াও হয়েছিলেন ওই সিআইএসএফ মহিলা জাওয়ান।
আরও পড়ুন ? Safety of Women: IndiGo মহিলা যাত্রীদের জন্য দুর্দান্ত সুখবর, এবার মিলবে এই বড় সুবিধা
কৃষক আন্দোলনের সময় কঙ্গনা রানাওয়াতের যে বেফাঁস মন্তব্য ছিল তা হল, ‘১০০ টাকার জন্য দিল্লির রাস্তায় বসে রয়েছেন কৃষকরা।’ কৃষক আন্দোলনের সময় এই মন্তব্যের জেরেই কঙ্গনা রানাওয়াতের উপর চড়াও হয়েছিলেন ওই মহিলা সিআইএসএফ। অভিযুক্ত ওই মহিলা সিআইএসএফের নাম কুলবিন্দর কৌর। ঘটনার পর দেশজুড়ে হৈচৈ তৈরি হওয়ার পাশাপাশি রীতিমত নিন্দার ঝড় বইতে শুরু করেছে। আর সেই নিন্দার ঝড় বইতেই অভিযুক্ত ওই সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধে চরম শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিআইএসএফের তরফে।
Kangana Ranaut alleges she was slapped by CISF security official at Chandigarh airport
— Divya Gandotra Tandon (@divya_gandotra) June 6, 2024
সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে অভিযুক্ত ওই সিআইএসএফ জওয়ানকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। শুধু সাসপেন্ড নয়, এর পাশাপাশি কুলবিন্দর কৌরের বিরুদ্ধে যাতে করে অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় তার জন্য স্থানীয় থানায় অভিযোগ দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কঙ্গনা রানাওয়াত পাঞ্জাবে আতঙ্কবাদ ও উগ্রবাদ বাড়ছে এমনটাই দাবি করেছেন।