সুখবর, বাংলার কৃষকরা দ্রুত পেতে পারেন পিএম কিষান নিধি প্রকল্পের টাকা

নিজস্ব প্রতিবেদন : বাংলার কৃষকদের প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা দেওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই টালবাহানা চলছে। একুশের বিধানসভা নির্বাচনের আগে এনিয়ে রাজ্যকে কেন্দ্রের তরফ থেকে বারংবার টাকা দেওয়ার বিষয়ে অনুমতি দেওয়ার আর্জি জানানো হয়। পাশাপাশি বিজেপির তরফ থেকেও এই টাকা প্রদান নিয়ে নানান প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু এযাবত এখনো টাকা পাওয়া নিয়ে কোনোরকম সুরাহা হয়নি। যদিও অবশেষে বৃহস্পতিবার কিছুটা হলেও সুখবর মিললো।

রাজ্যের তৃণমূল সরকার তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পরই কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি দেন। যে চিঠিতে পশ্চিমবঙ্গে এই প্রকল্প দ্রুত চালু করার জন্য তথ্য যাচাইয়ের প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে বলেন। আর এই চিঠির ৪৮ ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দেওয়ার ছাড়পত্র দিলেন।

বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের পোর্টালে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের ২১.৭৯ কৃষক নাম নথিভুক্ত করেছেন। যাদের মধ্যে ১৪.৯১ লক্ষ কৃষকের তথ্য যাচাই করে দিয়েছে রাজ্য সরকার। আর এই যেসকল কৃষকদের তথ্য যাচাই করা হয়ে গেছে তাদের অ্যাকাউন্টগুলিতে কেন্দ্র চাইলে টাকা পাঠাতে পারে।

[aaroporuntag]
এর আগে পর্যন্ত কৃষকদের এই টাকা পাঠানো নিয়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে চাপানউতোর চলেছে দীর্ঘ সময় ধরে। আর অবশেষে বিধানসভা নির্বাচনের পর রাজ্য সরকারের এই সম্মতি মেলায় মনে করা হচ্ছে খুব দ্রুত কৃষকরা তাদের ন্যায্য পাওনা পেতে চলেছেন।