আরও নামবে পারদ, সাথে জোড়া নিম্নচাপ! কতদিন চলবে কোল্ড ওয়েভ? দেখুন আজকের আবহাওয়া

Weather Update: শীতের দাপটে পশ্চিমবঙ্গ কাবু হয়েছে সেটা সকাল বেলায় বাইরে বেরোলেই হাড়েহাড়ে টের পাওয়া যাচ্ছে। উত্তর থেকে দক্ষিণ সমস্ত রাজ্যই যেন কুয়াশার চাদরে মুড়ে গিয়েছে। প্রায় কয়েক দশক পর এমন কনকনে ঠান্ডা উপভোগ করছে বাঙালি। গতকাল অর্থাৎ মঙ্গলবারই কোথাও তাপমাত্রা ১০ ছুঁয়েছে তো কোথাও তারও কম। এমনকি কলকাতাতেই সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৮ ডিগ্রি। আজ অর্থাৎ বুধবার কেমন থাকবে আবহাওয়া? চলুন দেখে নেওয়া যাক।

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ

প্রথমেই যেটা বলতে হয় সেটা হল দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে। যেটা আসন্ন ২৪ ঘন্টার মধ্যেই আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। একইসাথে ত্রিপুরার কাছেও আরেকটি ঘূর্ণাবর্ত তৈরী হয়েছে। এই দুইয়ের ফলে বাংলার উত্তর ও উত্তর পশ্চিম থেকে কনকনে ঠান্ডা হাওয়া প্রবাহ চলবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

শেষ প্রকাশিত বুলেটিন অনুযায়ী, কলকাতা সহ হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় একপ্রকার ‘শীতলতম দিন’র আবহাওয়া বজায় থাকবে। আকাশ পরিষ্কার থাকলেও কুয়াশা থাকবে। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি থেকে ১৮ ডিগ্রির মধ্যে থাকবে বলে জানানো হয়েছে। একইসাথে আগামী কয়েকদিনে আরও ২ ডিগ্রি পারদ পতন হতে পারে বলে মনে করা হচ্ছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

হাওয়া অফিসের মতে, উত্তরের জলপাইগুড়ি থেকে কোচবিহারে কুয়াশার পরিমাণ থাকবে ব্যাপক। ইতিমধ্যেই যে কারণে সতর্কতাও জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং ও সিকিমে বরফ পড়তে পারে বলেও জানানো হয়েছে। কুয়াশার জেরে দৃশ্যমান্যতা একেবারে তলানিতে নেমে এসেছে।