LPG Subsidy: রান্নার গ্যাসে ভর্তুকি আসছে না! এই পদ্ধতি অনুসরণ করলে সহজেই মিলবে টাকা

Complain in this way if you don’t get LPG Subsidy: উনুনের পরিবর্তে আজকাল সবার বাড়িতেই গ্যাস সিলিন্ডার দেখা যায়। গ্যাস সিলিন্ডার আসাতে সুবিধা সবারই হয়েছে, অল্প সময়ে এবং কম খাটনিতে রান্না হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। তবে সরকার আজকাল গ্যাস সিলিন্ডারে ভর্তুকি (LPG Subsidy)দিয়ে থাকে, যদিও এই ভর্তুকির টাকা সবাই পায় না। এরও কিছু শ্রেণীবিভাগ আছে। একমাত্র যেসব ব্যক্তিরা উজ্জ্বলা প্রকল্পের আওতায় পড়ে তারাই গ্যাস সিলিন্ডারের উপর ভর্তুকি পায়। তবে বহু গ্রাহক অভিযোগ করেছেন তারা ভর্তুকি পান না কিংবা নামমাত্র ভর্তুকি পেয়ে থাকেন। ভর্তুকি না পেলে কি করবেন জানেন কি?আজকের প্রতিবেদনে বিস্তারিত ভাবে এই বিষয়ে আলোচনা করা হবে।

বর্তমানে কেন্দ্রীয় সরকার উজ্জ্বলা প্রকল্পের অধীনে গ্যাস সিলিন্ডারে গ্রাহকদের ভর্তুকি দিচ্ছে(LPG Subsidy)। ভর্তুকির টাকা গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি চলে আসে। সম্প্রতি গ্রাহকরা কিন্তু ৩০০ টাকা ভর্তুকি পাচ্ছে। এতদিন পর্যন্ত ভর্তুকির পরিমাণ ছিল ২০০ টাকা, অবশ্য এটি ১০০ টাকা বেড়েছে। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে ১০০ টাকা ভর্তুকি বৃদ্ধি হয়েছে।

সিলিন্ডার বুকিং করার পর যখন ডেলিভারি দিয়ে দেওয়া হয়, তারপরই আপনার অ্যাকাউন্টে এই ভর্তুকির টাকা ঢুকে যায়। একটি গ্যাস সিলিন্ডারের দাম বর্তমানে ৯৬০ টাকা। গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু অঞ্চলের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। ভর্তুকির টাকা (LPG Subsidy)হিসেব করলে উজ্জ্বলা প্রকল্পের আওতায় যারা আছেন একটি সিলিন্ডার পেতে পারেন মাত্র ৬৬০ টাকায়।

আপনি চাইলেই দেখে নিতে পারবেন আপনি গ্যাসের ভর্তুকি পাচ্ছেন কিনা। অনলাইনে গিয়ে এর বিশদ বিবরণ আপনি দেখতে পারবেন। অনেকেই আছেন যারা ইন্ডেন LPG গ্যাস সিলিন্ডার ব্যবহার করছেন তাদের নিম্নের এই লিঙ্কে যেতে হবে https://cx.indianoil.in/EPICIOCL/faces/GrievanceMainPage.jspx। তারপর আপনাকে LPG অপশন বেছে নিতে হবে এবং সেখান থেকে অনেক অপশনের মধ্যে ভর্তুকি সংক্রান্ত অপশনটি বেছে নিতে হবে। এখানে আবার তিন ধরনের অপশন দেখা যাবে। এর মধ্যে ভর্তুকি (LPG Subsidy) না পাওয়ার অপশন বেছে নিতে হবে।

এরপর আপনাকে একটি বৈধ মোবাইল নাম্বার দিতে হবে। সাথে দিতে হবে গ্যাস সংযোগের আইডি। বিস্তারিত লেখার পর তা Submit করতে হবে। এবার ওই গ্রাহকের ভর্তুকি সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে। আপনি শেষ পাঁচটি সিলিন্ডার বুকিং সংক্রান্ত বিশদও দেখতে পাবেন সেখানে। কোনো কারণে যদি আপনি ভর্তুকি না পান, সেই সমস্যার কথা ব্যাখ্যা করে অভিযোগ করতে পারেন। এছাড়া, নিকটস্থ সিলিন্ডার ডিস্ট্রিবিউটরকেও জানাতে পারেন।