Missed Call দিয়ে বাড়িতে বসেই পেতে পারেন রান্নার গ্যাসের নতুন কানেকশন

নিজস্ব প্রতিবেদন : কোনরকম কল অথবা ইন্টারনেটের ব্যবহার ছাড়াই সম্প্রতি Indane রান্নার গ্যাস সরবরাহকারী সংস্থার তরফ থেকে আনা হয়েছে নতুন এক পদ্ধতি। যে পদ্ধতিতে কেবলমাত্র Missed Call দিলেই রান্নার গ্যাস সিলিন্ডার বুক হবে। যুগান্তকারী এই পদক্ষেপের ফলে উপকৃত হবেন দেশের কোটি কোটি মানুষ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

কারণ হিসাবে বিশেষজ্ঞদের তরফ থেকে জানানো হয়েছে, এই পদ্ধতিতে মোবাইলে পর্যাপ্ত ব্যালেন্স অথবা ইন্টারনেট না থাকলেও রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং করা সম্ভব হচ্ছে। পাশাপাশি এই নতুন পদ্ধতি বয়োজ্যেষ্ঠ মানুষদের জন্য অত্যন্ত সুবিধাজনক। আর এই গ্যাস সিলিন্ডার বুকিংয়ের নতুন পদ্ধতি ছাড়াও এবার নতুন কানেকশন পাওয়ার জন্য অভিনব পদ্ধতি আনা হয়েছে Indane গ্যাস সরবরাহকারী সংস্থার তরফ থেকে।

Missed Call এর মাধ্যমে গ্যাস সিলিন্ডার বুকিং করার জন্য যে সমস্ত গ্রাহকদের আগে থেকেই কানেকশন রয়েছে তাদের কানেকশনের সাথে থাকার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে ৮৪৫৪৯৫৫৫৫৫ নম্বরে Missed Call দিতে হবে। একইভাবে যে সমস্ত নাগরিকদের এখনো পর্যন্ত কোনো রকম রান্নার গ্যাস কানেকশন নেই তাদের নতুন কানেকশন পাওয়ার জন্য ওই একই নম্বরে Missed Call দিতে হবে। এরপর মেনে চলতে হবে নির্দিষ্ট পদ্ধতি।

যে সমস্ত গ্রাহকদের এখনো পর্যন্ত রান্নার গ্যাস কানেকশন নেই তারা তাদের মোবাইল নম্বর থেকে ৮৪৫৪৯৫৫৫৫৫ নম্বরে মিসড কল দিলেই একটি SMS পাবেন। যাতে লেখা থাকবে ‘Your mobile no. is not registered with us,if you are an Indane customer dial 7718955555 for booking or click https://bit.ly/3qZFjGf to apply for new connection.’

এখন নতুন কানেকশন পেতে এসএমএসে দেওয়া লিঙ্কে ক্লিক করতে হবে। যেখানে একটি ফর্ম মিলবে। সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে Submit করে দিতে হবে। প্রয়োজনীয় তথ্য বলতে চাওয়া হবে নাম, ঠিকানা, মোবাইল নম্বর ইত্যাদি।

Submit করার ২৪ ঘন্টার মধ্যেই আপনার নিকটবর্তী Indane গ্যাস সরবরাহকারী সংস্থার ডিস্ট্রিবিউটর আপনার সাথে যোগাযোগ করবে। এরপর প্রয়োজনীয় নথি আপনার থেকে সংগ্রহ করে আপনাকে নতুন রান্নার গ্যাস কানেকশন দেওয়া হবে। এই পদ্ধতিতে বাড়িতে বসে কেবলমাত্র Missed Call দিয়েই আপনি রান্নার গ্যাসের নতুন কানেকশন পেতে পারেন।