Dam Collapses: গত দুই সপ্তাহ ধরে প্রায় গোটা দক্ষিণবঙ্গ জুড়েই চলছে প্রবল বৃষ্টি। বিশেষ করে দক্ষিণবঙ্গের খরা প্রবণ জেলা গুলি বৃষ্টিপাতের পরিমাণে প্রায় হারিয়ে দিয়েছে পৃথিবীর অন্যতম বেশি বৃষ্টিপাত হওয়া চেরাপুঞ্জিকেও। স্বাভাবিকভাবেই এই অতি দৃষ্টির ফলে এই অঞ্চলে অবস্থিত জলাধার গুলিতে জল উপচে পড়ছে। অতিরিক্ত জলের চাপ সহ্য করতে না পারে ফাটল (Dam Collapses) দেখা গিয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জলাধারে।
প্রবল বর্ষণের জেরে জলাধারগুলি থেকে হু-হু করে জল ছাড়ার ফলে বন্যার আশঙ্কা ক্রমেই বাড়ছে। তারই প্রভাব পড়েছে রাজ্যের ছোট-বড় নদীগুলিতে। তেমনই পরিস্থিতি তৈরি হয়েছে অজয় নদেও। নদীর বাঁধে নতুন করে ধ্বস (Dam Collapses) নামায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন বীরভূম জেলার নানুর বিধানসভার ঘিদহ গ্রাম ও তার আশপাশের এলাকার মানুষজন। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগেই বিপুল ১০ কোটি টাকা ব্যয় করে অজয় নদীর বাঁধে মেরামতির কাজ শেষ হয়।
আরও পড়ুন: দুবরাজপুরের ভাঙা কজওয়ে পরিদর্শন কাজল শেখের, ব্যবস্থা গ্রহণ নিয়ে যা জানালেন
বর্তমানে আরও তিন কোটি টাকার উন্নয়নমূলক কাজ চলছে। তবে সেই কাজ চলার মাঝেই ফের বাঁধে ধ্বস (Dam Collapses) দেখা দিয়েছে, যা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে নির্মাণের গুণমান ও কার্যকারিতা নিয়ে। ঘটনার খবর পেয়ে শনিবার এলাকা পরিদর্শনে যান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তিনি পরিস্থিতি খতিয়ে দেখেন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।