Darjeeling Tour : দার্জিলিং ঘুরতে গিয়ে এই ৭টি জিনিস মিস করলে ট্রিপ অপূর্ণ

Darjeeling Tour : বাঙালির প্রিয় পর্যটন স্থল হচ্ছে দিপুদা অর্থাৎ দিঘা পুরী ও দার্জিলিং। ছুটির মরসুমে পায়ে চাকা লাগিয়ে হুজুগে পর্যটকদের ঢল নামে এই জায়গাগুলিতে। বছরের প্রায় অধিকাংশ সময়ে এই জায়গাগুলিতে থিক থিক করে পর্যটকদের ভিড়। তবে এই গরমের মরসুমে ছুটি কাটাতে ও নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্য দু চোখ মেলে উপভোগ করতে অধিকাংশ পর্যটক বেছে নেয় পাহাড়ের রানী দার্জিলিংকে।

বরফের চাদরে মোড়া কাঞ্চনজঙ্ঘা, সুস্বাদু মোমো ও সুগন্ধি চা মূলত এই তিনের টানেই পর্যটকরা ছুটে যায় দার্জিলিং এর বুকে। তবে এই ছকে বাঁধা জিনিসগুলি বাদেও দার্জিলিং এ এমন কিছু জিনিস উপভোগ করার রয়েছে যা মিস করলেই গোটা ট্রিপটা অসম্পূর্ণ থেকে যায়। এই প্রতিবেদনে এমন কিছু জিনিস ও জায়গার খোঁজ দেব যা বহুবার গিয়েও পর্যটকরা না উপভোগ করেই ফিরে আসেন।

তালিকার প্রথমেই রয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের টয় ট্রেন ইউনেস্কো হেরিটেজ সাইট। কার্শিয়ং থেকে দার্জিলিং বা ঘুম পর্যন্ত ছোট এই রেলযাত্রা আপনার দার্জিলিং যাত্রাকে বাড়তি আকর্ষণ জোগাবে। তবে ছোট এই রেল যাত্রার আনন্দ উপভোগ করতে আগে থেকে টিকিট কেটে রাখতে হবে।

দ্বিতীয়তে রয়েছে টাইগার হিল। দার্জিলিং যাবেন অথচ টাইগার হিল থেকে বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘার সানরাইজ দেখবেন না তা কী হয়? এই সৌন্দর্যের নেশায় আপনি হারিয়ে যেতে বাধ্য। এক্ষেত্রে আপনাকে ভোর ৩:৩০-৪:০০টার মধ্যে গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়তেই হবে না হলে ভাল জায়গা হাতছাড়া হয়ে যাবে।

তৃতীয়তে রয়েছে গরম গরম থুকপা। এটি হল তিব্বতী নুডলস স্যুপ। দার্জিলিং এর বুকে এই খাবারের খুবই জনপ্রিয়তা রয়েছে। নানান সবজি, প্রথাগত কিছু মসলা ও হাক্কা নুডেলসের মিশ্রণে স্যুপ জাতীয় খাবার এটি। তবে ভাল থুকপা খেতে হলে মল রোড বা চৌরাস্তা রোডে যেতে হবে। সেখানে Kunga Restaurant বা Sonam’s Kitchen থেকে থুকপা বা মোমো খেতে পারেন।

চতুর্থত, দার্জিলিং এর কোলে বেড়াতে এসে অনেকেই সুগন্ধি চা পান করেন ও বেশি করে কিনে নিয়ে যান। তবে যে জায়গা থেকে এই সুগন্ধি চা সরবরাহ করা হয় সেই চা বাগান পায়ে হেঁটে দেখা ও চা তৈরি হতে দেখাও কিন্ত মন মুগ্ধকর। এই দৃশ্য উপভোগ করতে Happy Valley Tea Estate বা Makaibari গাইড নিয়ে যেতে হবে আপনাকে।

পঞ্চমত ঘুম মনাস্টেরির ১৫ ফুটের বুদ্ধ মূর্তি এবং হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট ঘুরে না দেখলে কিন্ত দার্জিলিং ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়। তাই এই দুটি জায়গা ছুঁয়ে দেখতেই হবে।

ষষ্ঠত দার্জিলিং এর চৌরাস্তা ও নিউ মার্কেট- হস্তশিল্প এর পসরা সাজিয়ে বসেন শিল্পীরা। যেখানে সুন্দর কাঠের খেলনা এবং পশমি জামা পাওয়া যায়। যা বেশি দাম দিলেও অন্য কোনও জায়গায় মিলবে না। এই কেনাকাটা করার সময় স্থানীয় দোকান বেছে নিতে পারেন তাতে স্থানীয় শিল্পীদের উৎসাহ ও সাহায্য পায় ।

সপ্তমত অধিকাংশ পর্যটকই দার্জিলিং গেলে গাড়িতেই গোটা শহর ঘুরে ফেলেন। তবে দার্জিলিং এ রাস্তায় পায়ে হাঁটলে চোখে পড়ে হাজারো ছোট বড় প্রকৃতির রূপ। অত্যন্ত একদিন পায়ে হেঁটে ঘুরে দেখতে পারেন মল রোড থেকে Observatory Hill। এই অভিজ্ঞতা আজীবন মনে থাকবে।

“এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো” এই গানের লাইনটিকে সঙ্গী করে দার্জিলিং এর বুকে অবস্থিত এই জায়গাগুলি ঘুরে মনের মনিকোঠায় সঞ্চয় করে ফিরুন দারুণ সব অভিজ্ঞতা।