Birbhum: শ্রাবণ মাসের শেষ সোমবার বিভিন্ন শিব মন্দিরের কাতারে কাতারে ভিড় নজরে আসে। আর এই সকল ভিড় নিয়ন্ত্রণে এবং সুষ্ঠু পরিবেশে মহাদেবের জলাভিষেক যাতে হয় তার জন্য প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে দেখা গিয়েছে বিভিন্ন জায়গায়। তবে এসবের মধ্যেই এবার পুন্যার্থীদের মারধরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। অভিযোগের তীর বোলপুর থানার দিকে।
জানা যাচ্ছে, নো এন্ট্রি থাকা সত্ত্বেও যানবাহন চলার কারণে অর্থাৎ যার নিয়ন্ত্রণে পুলিশের গাফিলতির পরিপ্রেক্ষিতে পুন্যার্থীদের বেশ কয়েকজন পুলিশকে প্রশ্ন করেন। আর তখনই চটে যান পুলিশ কর্মীরা এবং পুন্যার্থীদের উপর চড়াও হন বলে অভিযোগ। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে পুণ্যার্থীদের মারধরের প্রতিবাদে রাস্তা অবরোধে নামেন পুন্যার্থীরা। বীরভূমের (Birbhum) বোলপুরের কাছারিপট্টিতে পথ অবরোধ করেন তারা।
আরও পড়ুন: বেলুন, ফুলের মালায় এম্বুলেন্সকে সাজিয়ে সদ্যজাত কন্যা সন্তানকে বাড়ি নিয়ে এলেন বাবা
পথ অবরোধ চলাকালীন ওই রাস্তা দিয়েই পার হচ্ছিল অনুব্রত মণ্ডলের কনভয়। আর স্বাভাবিকভাবেই উত্তেজনা আরও চরমে উঠে যায়। এই ঘটনায় পুলিশের কোন প্রতিক্রিয়া পাওয়া না গেলেও ঘটনাকে কেন্দ্র করে পুন্যার্থীরা নানান প্রশ্ন তুলছেন।