Digha Purulia Train: পর্যটকদের জন্য সুখবর! এবার এক ট্রেনে বসেই পৌঁছে যাবেন দিঘা থেকে পুরুলিয়া

ভারতীয় রেল যেন যাত্রীদের জন্য উপকারের পসরা সাজিয়ে বসেছে! দিন যত এগোচ্ছে ততই যেন ঝুলি থেকে একের পর এক নতুন উদ্যোগ বেরিয়ে আসছে। রেলের উন্নত পরিষেবার ফলে প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে বেড়াচ্ছে। আর এবার যাত্রীদের জন্য এক বড় সুখবর নিয়ে এসেছে রেল। এবার পর্যটকরা তাদের প্রিয় সমুদ্র শহর দিঘায় খুব সহজেই মাত্র একটি ট্রেনে পৌঁছে যেতে পারবেন।

দক্ষিণপূর্ব রেল এর তরফে মালদা-দিঘা বিশেষ ট্রেন চালু করা হল। অন্যদিকে বিশেষ ট্রেন রয়েছে দিঘা থেকে মালদা ফেরার জন্য। এই বিশেষ ট্রেনে বাঁকুড়া ও পুরুলিয়া জেলার পর্যটকরা দিঘা যাওয়ার সুবিধা উপভোগ করতে পারবেন। নয়া এই ট্রেনটি মোট ৮ টি স্টেশন অর্থাৎ কাঁথি, তমলুক, পাঁশকুড়া, খড়্গপুর, মেদিনীপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া এবং আদ্রা জংশনে থামবে।

আরও পড়ুন: বাংলার মায়ের কথা রাখলেন না তৃণমূল কোর কমিটির আহ্বায়ক

রেলের সূত্র মারফত জানা গিয়েছে, গরমের মরসুমে নানান জেলার মানুষ সমুদ্রসৈকত দিঘায় সময় কাটাতে যায়। এই সময় দীঘার বুকে অন্যতম আকর্ষণ নতুন জগন্নাথ মন্দির তৈরি হওয়ায় পর্যটকদের বাড়তি ভিড় বাড়বে সেখানে। সেই কথা মাথায় রেখে দুটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যদিও এই বিশেষ ট্রেনটি মালদা থেকে কয়েকটি নির্দিষ্ট দিনে দিঘার উদ্দেশ্যে রওনা দেবে। এই চলতি মাসে মোট দু’দিন ১৯ এবং ২৬ এপ্রিল। অপরদিকে আগামী মাসে মোট পাঁচদিন ৩, ১০, ১৭, ২৪ এবং ৩১ মে। জুন মাসে মোট দুদিন ৭ এবং ১৪ জুন এই বিশেষ ট্রেন ছাড়বে বলে জানা গিয়েছে।

এই বিশেষ ট্রেনটি মালদা টাউন থেকে রোজ দুপুর ১টা ১০ দিঘায় রওনা দেবে। তার পরের দিন রাত ২ টোয় দিঘায় গিয়ে ট্রেনটি থামবে।অন্যদিকে ফেরার জন্য দিঘা থেকে ট্রেনটি রওনা দেবে ২০ এবং ২৪ এপ্রিল। আগামী মাসে ৪ , ১১ , ১৯ এবং ২৫ মে ছাড়বে। জুন মাসে বিশেষ ট্রেনটি রওনা দেবে মোট তিনদিন ১, ৮ এবং ১৫ জুন। এই বিশেষ ট্রেনটি দিঘা স্টেশন থেকে রওনা দেবে ভোর ৫টায়। ওইদিনই মালদা টাউনে এসে পৌঁছবে সন্ধে সাড়ে ৬টায়।