Digital Beggar: ডিজিটাল ভিখারি! QR কোড নিয়ে লোকাল ট্রেনে ভিক্ষা

The incident of begging with QR code went viral in the net world: যারা নিত্যদিন লোকাল ট্রেনে যাতায়াত করেন তারা যাতায়াত করার সময় অবশ্যই ভিখারি দেখে থাকবেন। কেউ তাদের গান শুনে পয়সা দেয় আবার অনেকেই দেয় না। লোকাল ট্রেনে এই ঘটনা হামেশাই ঘটে থাকে। তবে এখানে ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন, আর পাঁচটা ভিখারীর থেকে এই ভিখারী অনেকটাই আলাদা। যদি আপনার কাছে খুচরো টাকা-পয়সা না থাকে তাহলে আপনি ভিক্ষা দিতে পারবেন। কারণ কিউআর কোড নিয়েই ট্রেনে ভিক্ষে করছেন ওই ‘ডিজিটাল ভিখারি’ (Digital Beggar)।

বর্তমান সমাজ যত দিন যাচ্ছে ততই আরো উন্নত হচ্ছে। ডিজিটাল লেনদেন আজকাল সর্বত্র। জামা কাপড় কেনা থেকে শুরু করে মুদির দোকানে টাকা দেওয়া তাও আজকাল হচ্ছে ডিজিটাল লেনদেনের মাধ্যমে। তাহলে ভিক্ষাবৃত্তি ডিজিটাল মাধ্যমে হবে না কেন? এক ভিক্ষুক রীতিমতো কিউআর কোড এর মাধ্যমে লোকাল ট্রেনে ভিক্ষে করেন। এই অদ্ভুত ভিডিও ভাইরাল হয়েছে গোটা সোশ্যাল মিডিয়াতে। তিনি এখন রীতিমতো পরিচিত ‘ডিজিটাল ভিখারি’ (Digital Beggar) হিসাবে।

প্রতিদিনই যাতায়াতের সময় চোখে পড়ে যে ট্রেনে কিংবা বাসে বহু ভিখারী ভিক্ষা করে বেড়ায়। অনেকেই টাকা দেয় আবার অনেকে খুচরো না থাকার কারণে দিতে চায়না। এই ভিক্ষুকটি সেই সমস্যার সমাধান নিয়ে এলো। তাকে দেখা গেলো গলায় কিউআর কোড ঝুলিয়ে ভিক্ষা করতে তাও আবার লোকাল ট্রেনে। এর দেখা মিলেছে মুম্বইয়ের লোকাল ট্রেনে (Digital Beggar)।

ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি ভিড় ট্রেনে এক যুবক গান গাইতে গাইতে ভিক্ষা করছেন এবং অবাক করা কাণ্ড হলো তাঁর হাতে রয়েছে কিউআর কোড। এরকম ভিক্ষুক আদৌ কেউ দেখেছেন? তিনি রীতিমতো কিউআর কোড নিয়ে ভিক্ষা করছেন এবং কেউ যদি খুচরোর অভাবে ভিক্ষা না দেয় সেই অজুহাতও কাজে আসবে না। ভিক্ষুকের এই অদ্ভুত আচরণ অবাক করেছে সকল যাত্রীকে। এই ডিজিটাল মাধ্যমে ভিক্ষা করা সত্যি কোথাও দেখা যায়নি (Digital Beggar), তাই যাত্রীরাও এর ভিডিও করে ভাইরাল করে দিয়েছে।

টুইটারে যেখানে ভিডিওটি পোস্ট হয়েছে ক্যাপশন লেখা আছে যে, ভিক্ষুক তাঁর সাথে অনলাইন পেমেন্ট স্টিকার রেখেছেন। ফলে আর খুচরো না থাকার অজুহাত দেওয়া যাবে না। এটি সম্পূর্ণ ক্যাসলেস সুবিধা। ইন্টারনেটে এই অদ্ভুত ভিডিও বেশ ভাইরাল হয়েছে। আবার অনেকেই মন্তব্য করে বলেছেন, শুধু এটাই দেখতে বাকি ছিল। আবার নেটিজেনদের মধ্যে কারোর মতে, ভারতকে ডিজিটাল করার স্বপ্ন এখন সার্থক।