Google-এর ফুল ফর্ম কি? বড় বড় রথী মহারথীরা বলতে পারেন নি!

নিজস্ব প্রতিবেদন : বেশ কিছু সংস্থা রয়েছে যেগুলি মানুষের জীবনে এমন ভাবে জড়িয়ে পড়েছে যে তার থেকে বেরিয়ে আসা মুশকিল। তবে জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি সেই সকল কোম্পানিগুলি মানুষের মনে এমন ভাবে ঢুকে গিয়েছে যাদের বাংলা নাম অথবা ফুল ফর্ম অনেকেই জানেন না। ঠিক সেই রকমই একটি সংস্থা হল google। মানুষের মুখে মুখে এই সংস্থার নাম শোনা যায়।

Google নামটি কেবলমাত্র মানুষের মুখে মুখে শোনা যায় এমন নয়। এর পাশাপাশি সারাদিন এই সংস্থার ব্রাউজার নিয়ে দিনরাত কম্পিউটার, ল্যাপটপ অথবা ফোনে ঘাটাঘাটি করতে দেখা যায়। তবে অনেকেই জানেন না এই গুগল কিন্তু পুরো নাম নয়। বরং গুগল হল একটি পুরো সংস্থার নামের শর্ট ফর্ম। এমনকি বড় বড় রথী মহারথীরাও google এর ফুল ফর্ম জানেন না।

প্রথমে গুগলের নাম google ছিল না। এর নাম ছিল BackRub। গণিত অধ্যয়নরত যারা রয়েছেন তারা জানেন একশত শূন্য সহ একককে বলা হয় google। এই নামানুসারেই পরবর্তীতে গুগল নামকরণ করা হয়। এমন নামকরণ করার কারণ হলো, গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করে প্রতিটি মানুষই অগণিত তথ্য পেয়ে থাকেন। তবে এই গুগল কথাটির রয়েছে একটি ফুল ফর্ম।

শুধু google নয়, এর পাশাপাশি আরও বিভিন্ন সংস্থার অথবা জিনিসের নাম রয়েছে যেগুলি সবই শর্ট ফর্ম। সেগুলির ফুল ফর্ম সম্পর্কে বহু মানুষেরই কোন ধারণা নেই। আবার অনেকেই রয়েছেন যারা কখনো ভাবতেই পারেন না যে এই সকল সংস্থার নাম অথবা জিনিসের নামের এক একটি করে ফুল ফর্ম থাকতে পারে।

যেমন LCD এর পূর্ণরূপ হল Liquid Crystal Display। USB-এর ফুলফর্ম হল ইউনিভার্সাল সিরিয়াল বাস। VIRUS এর পূর্ণরূপ হল Vital Information Resources Under Siege। Window-র ফুল ফর্ম হল Wide Interactive Network Development for Office Work Solution। ঠিক সেইরকমই google এর ফুল ফর্ম হল Global Organization of Oriented Group Language of Earth।