লাল্টু: প্রদীপের নিচে অন্ধকার! বহুল প্রচলিত এই প্রবাদের এবার বাস্তব রূপ দেখা গেল বীরভূমের দুবরাজপুরে। বীরভূমের দুবরাজপুর পৌরসভার দু নম্বর জল ট্যাংকি রয়েছে যে এলাকায়, সেই এলাকার বাসিন্দারাই পান না পানীয় জল! এমনকি যে এলাকার কথা বলা হচ্ছে সেই এলাকায় পৌরসভার জল ট্যাংকি থাকার কারণে পাড়াটির এখন প্রচলিত নাম জল ট্যাঙ্কি পাড়া হয়ে গিয়েছে। আর এই পাড়াতেই পানীয় জলের সংকট, জল ট্যাংকির কাছাকাছি বসবাস করেও জল না পাওয়াই বাসিন্দারা এবার ক্ষোভ উগরে পথ অবরোধে নামেন।
পানীয় জলের এমন সমস্যা দেখা দিয়েছে দুবরাজপুর পৌরসভার অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ডের নতুন পল্লী এলাকায়। ১০-১২ দিন ধরে পানীয় জল সাপ্লাই বন্ধ রয়েছে বলে অভিযোগ এবং এই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুবরাজপুরের আশ্রম মোড় থেকে সাতকেন্দুরী যাওয়ার বাইপাস রোড অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন: সিনেমা ফেল! ফের একবার নজির গড়ল বীরভূম পুলিশ, জেলাবাসী হিসাবে গর্ব বোধ করবেন
বাঁশ বেঁধে ঘড়া, কলসি ও বালতি নিয়ে এলাকার মহিলা পুরুষ একত্রিত হয়ে পথ অবরোধ করেন। প্রায় ৩৫ মিনিট পথ অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন বাসিন্দারা। তাদের অভিযোগ পানীয় জলের সমস্যার পাশাপাশি রাস্তায় খানাখন্দ তৈরি হয়েছে, কোন কোন জায়গায় পুকুরের আকার ধারণ করেছে। কাউন্সিলারের স্বামীকে বলেও কোন সুরাহা হয়নি। এই এলাকার সমস্যা নিয়ে হুঁশ নেই পৌরসভার। এমনকি স্থানীয় জনপ্রতিনিধিকে সমস্যার কথা জানাতে গেলে তিনি তাদের সাথে দেখা করেন না বলেও অভিযোগ।