এই বছরের মতো বাংলা থেকে শীত বিদায় নিয়েছে। ইতিমধ্যেই তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করেছে। গ্রীষ্মের প্রভাব আর কদিনের মধ্যেই শহরবাসিকে নাজেহাল করতে চলেছে। আর এর মাঝেই ত্বকের যত্ন নেওয়া ভীষণই প্রয়োজন। টোনার কেন ব্যবহার করা ভালো? সাধারণত ত্বকের জেল্লা বাড়াতে মেয়েরা নানান ধরণের ক্রিম, সিরাম ব্যবহার করে থাকে। কিন্তু ত্বককে সতেজ রাখতে একটি অন্যতম প্রয়োজনীয় জিনিস হল টোনার। এই টোনার ব্যবহারের ফলে ত্বকের আদ্রতা বজায় থাকে।
বর্তমান দিনে নানান টোনার মহিলারা দোকান থেকে কিনে মুখে ব্যবহার করে থাকে। যা গুণগত মান অনুযায়ী দাম হয়ে থাকে। তার মধ্যে যেমন রোজ টোনার রয়েছে আবার গ্রিন টি টোনার, শসা ও কোকোনাট টোনারও তালিকায় রয়েছে। আবার কিছু মহিলা ঘরোয়া পদ্ধতিতে সোনার টোনার বানিয়েও ত্বকে ব্যবহার করে থাকে। যা এখন DIY নামে বেশ জনপ্রিয়। যেখানে ঘরোয়া পদ্ধতিতে নানান উপকরণ মিশিয়ে মহিলারা টোনার বানিয়ে ফেলে নিমেষেই। তবে ত্বক যদি খুব শুষ্ক হয়, কিংবা কালচে দাগছোপ তোলার চিন্তা থাকে, সে ক্ষেত্রে শুধু শসার রস, বা ডাবের জলে ভালো কাজ হবে না। তার জন্যে কিছু উপকরণ মেশানো দরকার। জেনে নিন কি কি মেশানো হলে চটজলদি কাজ হবে।
আরও পড়ুন: Auto Booking App: সুখবর, এবার অ্যাপ বুকিংয়েই মিলবে অটো, ঘরে থেকে যাত্রী তুলে নিয়ে যাবেন চালকরা
ভিটামিন ই এবং গ্রিন টি: ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে সেই কাজে সাহায্য করে গ্রিন টি। তাই স্বাস্থ্যসচেতন মানুষদের মধ্যে গ্রিন টি-র জনপ্রিয়তা ভীষণ বাড়ছে। তবে ত্বকের আর্দ্রতা ধরে রাখতেও গ্রিনটি কাজ করে ম্যাজিক এর মত। তবে সঙ্গে যদি ভিটামিন ই অয়েল মিশিয়ে নেওয়া হয়, তাহলে উপকার বেশি। প্রথমে গ্রিনটি ফুটিয়ে, ছেঁকে ঠান্ডা করে নিন। এরপর স্প্রে বোতলে ভরে তার মধ্যে দু’টি ভিটামিন ই ক্যাপসুল ভেঙে অয়েলটা মিশিয়ে নিন। মুখ ধুয়ে স্প্রে করে নিন এই টোনারটি।
ক্যামোমাইল টি এবং মধু: যাদের ত্বক খুব শুষ্ক, তাদের জন্য ক্যামোমাইল টি এবং মধু দিয়ে তৈরি টোনার দ্রুত কাজ করে। এই টোনার তৈরি খুব সহজ। ৩ কাপ জল ফুটিয়ে তার মধ্যে ২ চা-চামচ ক্যামোমাইল টি দিয়ে দিন। গ্যাস বন্ধ করে পাত্রের মুখ ভালো করে ঢাকা দিয়ে রাখুন বেশ কিছু সময়। এবার সামান্য একটু মধু মিশিয়ে স্প্রে বোতলে ভরে রাখুন। শেষে একটা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে টোনারের মতো সারা মুখে স্প্রে করে নিন। আপনার ত্বক সতেজ ও নরম থাকবে।
ডাবের জল এবং কাঁচা দুধ: ডাবের জল খেয়েছেন বহুবার কিন্তু এই ভাবে কখনো মুখে মেখেছেন? তবে এবার জেনে নতুন এই উপায়। ডাবের জল ও কাঁচা দুধ সম পরিমাণে মিশিয়ে বানিয়ে ফেলুন ডাবদুধ টোনার। ভাল করে মুখে স্প্রে করুন। শুষ্ক ত্বকের অস্বস্তি দূর হবে। ত্বক মসৃণ হবে।
গোলাপজল এবং গ্লিসারিন: চামড়া যদি ভীষণরকম শুষ্ক প্রকৃতির হয় সেক্ষেত্রে গোলাপজলের সঙ্গে গ্লিসারিন মিশিয়েও টোনার বানিয়ে ফেলুন। ভালো ফল পাবেন। এক কাপ গোলাপজল নিলে আধ কাপের থেকে সামান্য পরিমাণে কম গ্লিসারিন নিন। ভাল করে দু’টি উপকরণ গুলি মিশিয়ে ফেলুন। স্প্রে বোতলে ভরে নিন। প্রয়োজন অনুযায়ী মুখে স্প্রে করে নিলেই হবে।