নিজস্ব প্রতিবেদন : প্রতিদিন লোকাল, মেল, এক্সপ্রেস, সুপারফাস্ট সহ বিভিন্ন ট্রেনে চড়ে কোটি কোটি মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। রেল পরিষেবার এমন জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার পিছনে যে বড় কারণ তা হলো খরচ কম এবং স্বাচ্ছন্দের সঙ্গে যাতায়াত। তবে এবার পূর্ব রেল (Eastern Railways) সমস্ত যাত্রীদের একটি বিষয়ে সতর্ক করে দিল। আর সেই বিষয়টি না মানলে যে কোন সময় মান ইজ্জত সব ধুলোয় মিশে যেতে পারে বলেও জানানো হয়েছে।
ট্রেনে যাতায়াত করার ক্ষেত্রে যাত্রীদের মাত্র কয়েক টাকা খরচ করতে হয়। যেখানে একই দূরত্বের রাস্তা বাসে যাতায়াত করার জন্য ৫০ থেকে ৭০ টাকা খরচ করতে হয়, সেই জায়গায় ট্রেনে খরচ হয় বড়জোর ১০ টাকা। কিন্তু এত কম খরচের পরেও বহু যাত্রী রয়েছেন যারা টিকিট কাটেন না অর্থাৎ বিনা টিকিটেই সফল করে থাকেন। এই ধরনের যাত্রীদের এবার সতর্ক করলেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।
তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, বিনা টিকিটের যাত্রীদের বিরুদ্ধে পদক্ষেপ (Eastern Railways New Step) গ্রহণ করার জন্য তারা এমন পরিকল্পনা গ্রহণ করেছেন যে তারা কখনো ভেবেও উঠতে পারবেন না। টিকিট চেকিংয়ের জন্য যে স্কোয়াড রয়েছে, সেই স্কোয়াডের সদস্যরা এমন এমন জায়গায় টিকিট চেকিংয়ের জন্য উঠবেন যে বিনা টিকিটের যাত্রীরা অবাক হয়ে যাবেন। আর এইরকম পরিস্থিতিতে বিনা টিকিটে ধরা পড়লে সমাজে মান ইজ্জত সব নষ্ট হয়ে যাবে।
আরও পড়ুন ? Indian Railway New Train: গতিবেগ ২৫০ কিমি, স্টিল দিয়ে তৈরি হবে বডি! নতুন ট্রেনের অর্ডার পেলে ICF
মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র উদাহরণস্বরূপ জানিয়েছেন, ‘এই ধরুন আচমকা ঝাপটার ঢাল, কাটোয়া, তালিতের মতো ছোট ছোট স্টেশন থেকে আচমকা টিকিট চেকিংয়ের জন্য উঠে পড়বেন রেল কর্মীরা। বিনা টিকিটে সফর ঠেকানোর জন্য স্পেশাল ড্রাইভ নেওয়া হবে।’ সুতরাং যে সকল যাত্রীরা দিনের পর দিন বিনা টিকিটে ট্রেনের সফর করে আসছেন তাদের অবিলম্বে সতর্ক হয়ে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।
Eastern Railways CPRO pic.twitter.com/5TylFYD6zT
— BanglaXp Official (@BanglaXpBengali) June 13, 2024
সতর্ক করার পাশাপাশি কৌশিক মিত্র জানিয়েছেন, এমন নয় যে এই ধরনের ধরপাকড় করে রেল বিশাল টাকা রোজগার করে ফেলবে। আসলে কম খরচের এমন পরিষেবা উপভোগ করার ক্ষেত্রে প্রত্যেককে সতর্ক থাকা দরকার। এখন প্রত্যেক স্টেশনে স্টেশনে টিকিট কাউন্টার থেকে শুরু করে UTS অ্যাপ সহ বিভিন্ন মাধ্যমে টিকিট বুকিং করার যে সকল ব্যবস্থা রেলের তরফ থেকে চালু করা হয়েছে যাতে করে সহজেই টিকিট বুকিং করা যায়। কিন্তু এতসব ব্যবস্থার পরেও বিনা টিকিটে ট্রেনের সফল একেবারেই অবাঞ্ছনীয় বলেই মনে করছে রেল।