Eco Park: ভ্রমণপ্রেমী মানুষদের ঘুরতে যাওয়ার শেষ নেই। লং বা শর্ট যেকোনো ছুটি পেলেই বেরিয়ে পড়ে ভ্রমণে। তবে পার্কে ঘুরতে যাওয়ার কথা বললেই কম-বেশি সকলের মুখে যে নাম আসে তা হল ইকো পার্ক। কলকাতার নিউটাউনে অবস্থিত এই পার্কে প্রায়ই পরিলক্ষিত হয় বিরাট ভিড়। এবার সেই পার্কের আদলেই মধ্যমগ্রামে তৈরি হচ্ছে দ্বিতীয় ইকো পার্ক। যা পরিবেশবান্ধব। ঝড়ের গতিতে চলছে পার্ক নির্মাণের কাজ। কবে থেকে পর্যটকদের জন্য খোলা হবে এই পার্ক? সেখানে কি কি ব্যবস্থা থাকবে বিনোদনের জন্য?
প্রসঙ্গত, বেশ কয়েক বছর আগে মধ্যমগ্রামে পরিবেশবান্ধব ইকো পার্ক (Eco Park) তৈরীর বিষয়ে প্রশাসনিক বৈঠকে হয়েছিল আলোচনা। তৎকালীন সময়ে পুরসভার চেয়ারম্যান রথীন ঘোষ এই সিদ্ধান্ত নিয়েছিলেন। KMDA-র তরফে অনুমোদনও মিলেছিল। কিন্তু এই ইকো পার্ক নির্মাণের ফান্ড সংক্রান্ত কিছু সমস্যার কারণে কাজটি স্থগিত থেকে যায়। তবে পরবর্তীতে সেই সমস্যার সমাধান হলে শুরু হয়ে যায় কাজ। বর্তমানে দুরন্ত গতিতে চলছে ইকো পার্ক নির্মাণের কাজ। যা আগামী দিনে পর্যটকদের জন্য এক বিশেষ আকর্ষণ হতে চলেছে।
মধ্যমগ্রাম পুরসভা তরফে পরিবেশ রক্ষার্থে পরিবেশবান্ধব মেলার উদ্বোধন করা হয়েছিল। যার মূল লক্ষ্য রাজ্যের মানুষকে পরিবেশ সম্পর্কে সতর্ক ও সচেতন করে তোলা। তবে এবার তৃণমূল পরিচালিত মধ্যমগ্রাম পুরসভা উদ্যোগী হয়েছে পরিবেশবান্ধব ইকোপার্ক নির্মাণে। যা পুরোটাই নিউটাউনের আদলে KMDA-র আর্থিক সহায়তায় নির্মিত হচ্ছে। প্রায় ৩০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই ইকো পার্ক নির্মাণে। কি কি ব্যবস্থা থাকছে পর্যটকদের জন্য? কবে থেকেই বা চালু হবে এই পরিবেশবান্ধব ইকো পার্ক।
খবর অনুযায়ী মধ্যমগ্রামের এই ইকো পার্ক নির্মিত হচ্ছে পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের পানিহারা এলাকায়। প্রায় ১০ একর জমি নিয়ে তৈরি হচ্ছে এই পরিবেশবান্ধব পার্ক। এখানে খেলার জন্য তৈরি করা হচ্ছে মাঠ, থাকছে প্রবীনদের জন্য বসার ব্যবস্থা। এছাড়াও এই ইকো পার্কে (Eco Park) প্রদর্শিত হবে একটি বড় জলাশয়। তার উপর দিয়ে নির্মিত হবে একটি দৃষ্টিসুলভ সেতু। যার উপর দিয়ে যাতায়াত করা যাবে। এছাড়াও বিনোদনের জন্য থাকবে বোটিংয়ের ব্যবস্থা, সাউন্ড সিস্টেম, অত্যাধুনিক অ্যাকোরিয়াম সহ আরো অন্যান্য জিনিস। এছাড়াও পার্কের ভিতরে সারিবদ্ধ ভাবে পরিলক্ষিত হবে ফুল ও ফলের গাছ। সারা পার্ক জুড়ে থাকবে নানান লাইটিংয়ের কারুকার্য। খেলাধুলা, কিছুক্ষণ বসে সময় কাটানোর পাশাপাশি খাওয়া-দাওয়া সেরে নেওয়ারও ব্যবস্থা থাকবে মধ্যমগ্রামের পরিবেশবান্ধব পার্কে।
শুধু বিনোদন ব্যবস্থা নয়, এই পার্কে আসার যোগাযোগ ব্যবস্থাও বেশ উন্নত বলে জানিয়েছেন বর্তমান মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ। তাঁর কথায়, মধ্যমগ্রামের ইকো পার্কটিকে দৃষ্টিনন্দন এবং অত্যাধুনিক করে তুলতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ। যাতায়াতের ব্যবস্থা রয়েছে বেশ উন্নত। ডানলপ, ব্যারাকপুর থেকে সহজেই এই ইকো পার্কে আসতে পারবে। এছাড়াও বারাসাত, এয়ারপোর্ট রুট দিয়েও পৌঁছানো যাবে মধ্যমগ্রামের এই ইকো পার্কে (Eco Park)। ইতিমধ্যেই পার্কের চারিদিকে গাড়োয়াল দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে ইকো পার্ক চালু হওয়া বিষয়ে জানিয়েছেন, বর্তমানে ঝড়ের গতিতে চলছে ইকোপার্ক নির্মাণের কাজ। তাঁরা আশা করছেন, চলতি বছর অর্থাৎ ২০২৫এর মধ্যেই খুলে যাবে মধ্যমগ্রামের পরিবেশবান্ধব ইকো পার্ক। তবে উদ্বোধনের পর পর্যটকদের এই পার্ক কতটা আকর্ষণ করে সেটাই দেখার।