ছাপিয়ে গেল রেকর্ড, শেষমেশ কত! কি কি উদ্ধার হল অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে

নিজস্ব প্রতিবেদন : এসএসসি দুর্নীতি কাণ্ডে তদন্তে নেমে কেঁচো খুঁড়তে কেউটো বের হচ্ছে রাজ্যে। এই দুর্নীতি মামলায় সিবিআইয়ের পর ED তদন্তে নামতেই একের পর এক জায়গা থেকে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা। প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হচ্ছে এই সকল টাকা।

প্রথম দফায় অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ২২ কোটি ৯০ লক্ষ টাকা। এর পাশাপাশি উদ্ধার হয় আরও কিছু ধন-সম্পদ। তবে এবার এই রেকর্ডকে ছাপিয়ে গেল তারই বেলঘরিয়ার ফ্ল্যাট। এই ফ্ল্যাটের ওয়ারড্রোব, বাথরুম থেকে উদ্ধার হয়েছে টাকা। বুধবার এই ফ্ল্যাটে হানা দিয়ে ইডি আধিকারিকরা উদ্ধার করেন ২৭ কোটি ৯০ লক্ষ টাকা।

উদ্ধার হওয়া এই টাকার পরিমাণ এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি ইডির তরফ থেকে। নগদ এই প্রায় ২৮ কোটি টাকার পাশাপাশি এই ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে আনুমানিক ৪.৩১ কোটি টাকার সোনা। এই সকল সোনা গয়নার থেকে বাট বেশি।

বুধবার অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘড়িয়ার ফ্ল্যাটে হানা দেওয়ার পর ইডি সেখানেও টাকার সন্ধান পেতেই তা গণনা করার জন্য আনা হয় বৃহদাকার চারটি যন্ত্র। সেই টাকা গোনা শেষ হয় বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ। প্রথমে সাধারণ মাপের টাকা গোনার পাঁচটি যন্ত্র আনা হয়েছিল। কিন্তু টাকার পরিমাণ দেখে বড় যন্ত্র আনা হয়।

এছাড়াও এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করার জন্য একটি বড় ট্রাক এবং ২০টি ট্রাঙ্ক আনা হয়। টাকা গণনা করার সময় ইডি আধিকারিকরা সাক্ষী হিসাবে ওই আবাসনের এক ব্যক্তিকে ফ্ল্যাটে নিয়ে যান এবং তার সামনেই টাকা গণনা করা হয়।