করোনার বাড়বাড়ন্তে রাজনৈতিক প্রচারে ৪ দফা বদল ঘটালো কমিশন

নিজস্ব প্রতিবেদন : বাংলায় একদিকে চলছে নির্বাচন অন্যদিকে বাড়ছে করোনা। আর এই পরিস্থিতিতে অধিকাংশ মানুষ করোনার বাড়বাড়ন্তের জন্য রাজনৈতিক মিটিং মিছিল ও অন্যান্য প্রচারকে দায়ী করছেন। আর এই রাজনৈতিক প্রচার মিটিং মিছিলের জনস্বার্থ মামলা পৌঁছায় আদালত পর্যন্ত। কলকাতা হাইকোর্টের তরফ থেকে কমিশনকে জানানো হয়, ‘অনেক মিটিং মিছিল হয়েছে এবার সাধারণ মানুষকে পছন্দ মতো ভোট দিতে দিন।’ আর এর পরেই নড়েচড়ে বসলো কমিশন।

আদালতের তরফ থেকে এমন ভৎসনার পর নির্বাচন কমিশন বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসে। আর সেই বৈঠকে শেষ দু’দফা ভোটে রাজনৈতিক দলের প্রচার মিটিং মিছিল নিয়ে চার দফা নতুন নিয়ম জারি করলো। মূলত প্রচার সম্বন্ধীয় নিয়মে বদল আনলো কমিশন। কমিশনের তরফ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার পর থেকে প্রচার সম্বন্ধীয় এই সকল বদল আনা হচ্ছে।

১) রোড শো অথবা পদযাত্রার কোনরকম অনুমতি দেওয়া হবে না।

২) কোন রকম সাইকেল, বাইক অথবা গাড়ির র‍্যালি করার অনুমতি দেওয়া হবে না।

৩) জনসভা করার ক্ষেত্রে সর্বোচ্চ ৫০০ জনের প্রবেশাধিকার থাকবে এবং সে ক্ষেত্রে সামাজিক দূরত্ব এবং অন্যান্য সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলার পরিস্থিতিতেই জনসভার অনুমতি দেওয়া হবে।

[aaroporuntag]
৪) রোড শো অথবা পদযাত্রা, সাইকেল, বাইক অথবা গাড়ির র‍্যালি এই সকল ক্ষেত্রে এর আগে পর্যন্ত যে সকল অনুমতি প্রদান করা হয়েছিল তা তুলে নেওয়া হচ্ছে এবং জনসভার এক্ষেত্রে যে সকল অনুমতি দেওয়া হয়েছে সেগুলি সংশোধন করা হচ্ছে।