Budget 2024 Main Points: বিনামূল্যে বিদ্যুৎ থেকে সস্তায় বাড়ি! এবারের বাজেটে আপনি পেলেন এই ১২ উপহার

নিজস্ব প্রতিবেদন : ২০২৪ সালের অন্তর্বর্তী বাজেট (Budget 2024) বৃহস্পতিবার ১ ফেব্রুয়ারি পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। সামনেই লোকসভা নির্বাচন, যে কারণে এবারের বাজেট পূর্ণাঙ্গ বাজেট নয়। আবার এই লোকসভা নির্বাচনের কারণেই এবারের অন্তর্বর্তী বাজেটের দিকে তাকিয়ে ছিলেন দেশের কোটি কোটি মানুষ। প্রত্যাশা মতই এই বাজেট থেকে মিলেছে বেশ কিছু উপহার। কেন্দ্র সরকারের তরফ থেকে লোকসভা ভোটের আগে বাজেটে ১২টি উপহার দেশবাসীকে তুলে দেওয়া হল।

১) প্রত্যেক বাজেটে কর ছাড়ের দিকে দেশের সাধারণ মানুষরা তাকিয়ে থাকলেও এই বছর এই বিষয়ে কোনরকম ঘোষণার করা হয়নি। এর ফলে কর বৃদ্ধি অথবা ছাড় কোনটাই হচ্ছে না। আগের মতই থাকছে কর ব্যবস্থা। তবে এরই সঙ্গে সঙ্গে ক্ষুদ্র করদাতাদের স্বস্তি দিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেন, ২৫ হাজার টাকা পর্যন্ত বকেয়া আয়কর চাহিদা প্রত্যাহার করা হবে। এর ফলে উপকৃত হবেন প্রায় ১ কোটি ক্ষুদ্র করদাতা। এই ঘোষণার ফলে তারা নোটিশের হাত থেকে মুক্তি পেলেন।

২) এবার বাজেটে যে ঘোষণা করা হয়েছে সেই ঘোষণা অনুযায়ী রেল পরিষেবায় দেশের মানুষরা বড় উপহার পাচ্ছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সাধারণ ট্রেনের ৪০ হাজার কোচ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের কোচের মতো স্ট্যান্ডার্ডে রূপান্তরিত করা হবে। নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ প্রদানের পরিপ্রেক্ষিতে এমন ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। এর পাশাপাশি মেট্রো রেল প্রকল্পে আরও উন্নয়ন আনা হবে এবং নমো ভারত প্রকল্পকে দেশের আরও অনেক শহরে ছড়িয়ে পড়বে। ২০৪৭ সালের মধ্যে ভারত উন্নয়নশীল দেশ হিসাবে বিশ্বের সামনে নিজেদের প্রতিষ্ঠিত করবে।

৩) যেকোনো দেশের উন্নয়ন সাধনের জন্য সবচেয়ে বড় যে মাধ্যমের প্রয়োজন তা হল উন্নত পরিবহন ব্যবস্থা। এবারের বাজেটে পরিবহন ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য তিনটি রেল করিডর ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে শক্তি করিডর, খনিজ করিডর, সিমেন্ট করিডর, পোর্ট করিডর।

৪) দেশের মহিলাদের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্মলা সীতারামন এদিনের এই বাজেটে বড় ঘোষণা করেন। ৮৩ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর ৯ কোটি মহিলাকে প্রতিদিন আর্থসামাজিক পরিস্থিতির বদল আনা হবে বলে জানানো হয়েছে। এর পাশাপাশি কেন্দ্র সরকারের যে লাখপতি দিদি স্কিম রয়েছে তাতে ২ কোটির পরিবর্তে ৩ কোটি মহিলাদের যুক্ত করার টার্গেট দেওয়া হয়েছে।

৫) বছরে ১৫০০০ টাকা থেকে ১৮০০০ টাকা বাঁচানোর জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে এক কোটি বাড়ির ছাদে সৌর প্যানেল লাগানো হবে। এর ফলে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ মিলবে বিনামূল্যে। এছাড়াও অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে অতিরিক্ত আয়ের ব্যবস্থা থাকছে কেন্দ্রের সূর্যোদয় প্রকল্পের মাধ্যমে।

৬) প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় কৃষকদের সংখ্যা বেড়ে হয়েছে ১১ কোটি এবং এই সংখ্যা যাতে আরও বাড়ে সেদিকে নজর দেওয়া হবে। এছাড়াও ইতিমধ্যেই চার কোটি কৃষকদের শস্য সংক্রান্ত বীমার সুবিধা দেওয়া হয় বলে জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

৭) বর্তমান কিছু হাসপাতালকে মেডিকেল কলেজে পরিণত করা হবে। এছাড়াও ৯ থেকে ১৪ বছর বয়সী মহিলাদের সার্ভিক্যাল ক্যানসার রোধে ভ্যাকসিন প্রদানে উৎসাহ দেওয়া হবে।

আরও পড়ুন 👉 Train Coach: ৪০ হাজার সাধারণ ট্রেনের কোচ বদলের ঘোষণা কেন্দ্রের! মিলবে বন্দে ভারতের সুবিধা

৮) প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় আগামী পাঁচ বছরে গ্রামীণ এলাকায় ২ কোটি নতুন বাড়ি প্রদান করা হবে।

৯) ২০২৪-২৫ অর্থবর্ষে বিনিয়োগের পরিকাঠামো ক্ষেত্রে ১১ লক্ষ ১১ হাজার কোটি টাকা করা হবে। প্রাইভেট সেক্টরে গবেষণা ও উন্নয়নের জন্য এক লক্ষ কোটির কর্পাস দীর্ঘকালীন ফিনান্সিংয়ে কম সুদে অথবা সুদ ছাড়া প্রদান করা হবে।

১০) সবুজ শক্তি রক্ষার জন্য আগামী দিনে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হবে। এক্ষেত্রে পাবলিক ট্রান্সপোর্টের জন্য ই-বাস থেকে শুরু করে বায়ো পণ্য ইত্যাদি উৎপাদনের জন্য নতুন প্রকল্প চালু করা হবে।

১১) দেশের পর্যটন শিল্পকে আরও উন্নত করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে কেন্দ্র। রাজ্যগুলিকে উৎসাহিত করা হবে বিশ্বব্যাপী আইকনিক পর্যটন কেন্দ্রগুলির ব্র্যান্ডিং এবং বিপণনের বিকাশের জন্য। এর পাশাপাশি লাক্ষাদ্বীপের মতো দ্বীপগুলিতে পরিকাঠামো গত পরিবর্তন আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

১২) কম সুদের হারে অথবা কোনরকম সুদ ছাড়াই আর্থিক সাহায্য দেওয়ার জন্য একটি প্রকল্প চালু করা হবে। এই প্রকল্পের ভান্ডার হিসাবে থাকবে এক লক্ষ কোটি টাকা। যা বেসরকারি ক্ষেত্রগুলিকে গবেষণার জন্য সাহায্য করবে।