Esplanade Sealdah Metro: আর মাত্র কয়েক দিনের অপেক্ষা! নববর্ষের আনন্দেই জুড়তে পারে এসপ্ল্যানেড-শিয়ালদহ মেট্রো

সময়ের সাথে পাল্লা দিয়ে দ্রুত উন্নত হয়ে উঠছে মেট্রো রেল পরিষেবা। যাত্রী সুবিধার্থে রেল লাইন সম্প্রসারণের কাজও চলছে পুরোদমে। আর এরই মধ্যে প্রকাশ্যে এসেছে এক বিরাট সুখবর। নববর্ষের মাসেই এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ অবধি মেট্রো ছুটবে বলে আশা করা হচ্ছে। সূত্রের খবর বলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে পয়লা বৈশাখের পর আগামী ২৪ এপ্রিল মেট্রোর এই নতুন যাত্রা পথের উদ্বোধন হবে। তবে তিনি স্বয়ং উদ্বোধন স্থলে উপস্থিত না থেকে ভার্চুয়ালি এই উদ্বোধন করবে বলেই জানা যাচ্ছে।

মেট্রোর একটি সূত্র মারফত জানা গিয়েছে, যদিও এখনও কমিশন অফ রেলওয়ে সেফটির তরফে যাবতীয় প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা বাকি রয়েছে এই রুটের। তবে খুব শীঘ্রই অনুমোদন মিলবে এই পরীক্ষার এবং ইন্ডিপেন্ডেন্ট সেফটি অ্যাসেসমেন্ট জন্যও। চলতি মাসে এই রুটের মেট্রোর উদ্বোধন হলেও বাণিজ্যিকভাবে তা এক্ষুনি চালু না হওয়ারই সম্ভাবনা প্রবল। সূত্রটি তরফে আরও জানা গিয়েছে, উদ্বোধনের কিছু দিন পার হলেই বাণিজ্যিকভাবে এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ রুটে মেট্রো চলাচল করবে।

আরও পড়ুন: Bullet Train: দু’ঘন্টার সফরেই বুলেট ট্রেনে পৌঁছানো যাবে বারাণসী টু হাওড়া! কবে চালু হবে পরিষেবা?

প্রসঙ্গত, গতবছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং নিজে উপস্থিত থেকে গঙ্গার তলা দিয়ে মেট্রোর যাত্রা পথের উদ্বোধন করেছিলেন। তারপর থেকেই বাণিজ্যিকভাবে পুরোদমে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো চলাচল করছে। অন্যদিকে হাওড়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত, সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত রুটে মেট্রো রেল নিয়মিত চলাচল করছে।

বৌবাজার হয়ে এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত এই মেট্রোপথ গিয়েছে। উল্লেখ্য ২০১৯ সাল নাগাদ বৌবাজার এলাকায় মেট্রোর সুড়ঙ্গপথে কাজ চলাকালীন হঠাৎ করেই মাটি বসে যেতে শুরু করে। বেশ কয়েকটি বাড়ি হেলে পড়া সহ কিছু বাড়ি ভেঙেও পড়েছিল যার প্রভাবে। তারপর মেট্রো কর্তৃপক্ষের তরফে জরুরী ভিত্তিতে বাসিন্দাদের এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। ওই রুটে মেট্রোর কাজও বেশ কিছু দিন ব্যাহত হয়েছিল। তারপর অত্যন্ত সচেতনতার সহিত ওই এলাকায় কাজ সম্পূর্ণ করে মেট্রো কর্তৃপক্ষ।

ওই রুটে রেললাইন পাতার পাশাপাশি সফলভাবেই মেট্রোর ট্রায়াল রানও সম্পন্ন হয় বৌবাজার থেকে এসপ্ল্যানেড অবধি। নববর্ষের মাসেই এবার উদ্বোধন শেষ হয়ে কদিন পর থেকে বাণিজ্যিকভাবে মেট্রো চলাচল শুরু হলে ব্যস্ততম এবং গুরুত্বপূর্ণ স্টেশন হাওড়া সঙ্গে জুড়ে যাবে শিয়ালদহ এবং সল্টলেক। যার ফলে উপকৃত হবেন হাজার হাজার নিত্যযাত্রী।