Fake fertilizer: চাষিরা সার কেনার আগে সাবধান হয়ে যান! কেন এমনটা বলছি জানেন? কারণ এবার বিপুল পরিমাণ নকল সারের হদিস মিলল দুবরাজপুরে। একেই সারের দাম দিন দিন বেড়ে চলেছে, আর এরই মধ্যে আবার নকল!
দুবরাজপুর পৌরসভার অন্তর্গত 9 নম্বর ওয়ার্ডের সাতকেন্দুরীতে গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে হানা দেয় দুবরাজপুর থানার পুলিশ। আর হানা দিয়েই একটি জায়গায় নকল সারের (Fake fertilizer) হদিস পায়। এই ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেফতার হওয়া দুজন বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুর থানার বারাবন গ্রামের বাসিন্দা শেখ আইনুল ও শেখ সাত্তার।
তারা কিভাবে নকল সার (Fake fertilizer) তৈরি করতো জানেন? তারা বাজার থেকে হরি ফসল ১২:১২:১২ সার ৬০০ টাকায় কিনে সেগুলি নিজেদের গোপন আস্তানায় ifko কোম্পানির ভারত ডিএপি ছাপ দেওয়া ব্যাগে ভরে ১৩৫০ টাকায় বিক্রি করতো বলেই অভিযোগ। তাদের এই সার বীরভূমের পাশাপাশি ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গাতেও পাচার করা হতো।
আরও পড়ুন: জোর কদমে চলছে তিলপাড়া ব্যারেজ মেরামতির কাজ, তার মাঝেই হুলস্থুলু কান্ড
পুলিশ হানা দিয়ে এমন ঘটনায় দুজনকে গ্রেফতার করার পাশাপাশি বিপুল পরিমাণ বস্তা ভর্তি নকল সার (Fake fertilizer) উদ্ধার করে। এছাড়াও ভারত ডিএপি লেখা ফাঁকা ব্যাগ উদ্ধার করে। পুলিশ খতিয়ে দেখছে এই ঘটনার সঙ্গে আর কে কে যুক্ত রয়েছেন এবং এই ধরনের ইফকো কোম্পানির ভারত ডিএপি লেখা ব্যাগ কোথায় থেকে আসতো? গ্রেফতার হওয়া দুজনকে শুক্রবার দুবরাজপুর আদালতে তোলা হয়।