Ultraviolette F99 e-Bike: ৩ সেকেন্ডে ০ থেকে ১০০! এসে গেল ভারতে তৈরি সবচেয়ে দ্রুততম ইলেক্ট্রিক মোটরবাইক

India’s fastest e-Bike Ultraviolette F99 has finally been unveiled: 2023 EICMA অটো প্রদর্শনী অনুষ্ঠানে প্রকাশ্যে এলো ভারতীয় সংস্থা আল্ট্রাভায়োলেটর দুর্দান্ত চমক। অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে অবশেষে ভারতে এলো এক অভিনব বাইক। বাইকপ্রেমীদের জন্য অত্যন্ত সুখবর। ভারতীয় সংস্থা আল্ট্রাভায়োলেট প্রদর্শনী অনুষ্ঠানে নিয়ে এলো এক কনসেপ্ট (Ultraviolette F99 e-Bike) বাইক। অবশ্য আগামী দিনে এতে অনেক পরিবর্তন আনা হবে।

দ্রুততম ইলেকট্রিক বাইক Ultraviolette F99 উন্মোচন করল এই ভারতীয় সংস্থা আল্ট্রাভায়োলেট। তুখোড় লুকের এই বাইক (Ultraviolette F99 e-Bike) রীতিমতো আলোড়ন সৃষ্টি করবে ভারতীয় বাজারে। এটি একটি কনসেপ্ট হলেও এতে বহু পরিবর্তন হবে এবং আশা করা যাচ্ছে দুই চাকার বাজারে ঝড় তুলে দেবে। কোন সন্দেহ নেই এটি ভারতের দ্রুততম ইলেকট্রিক বাইক। কোন ভারতীয় সংস্থা এর আগে এই দ্রুতগতিসম্পন্ন বাইক লঞ্চ করেনি ভারতীয় মার্কেটে।

Ultraviolette F99 বাইকটি মাত্র ৩ সেকেন্ডে ০ থেকে ১০০ কিমি প্রতি ঘণ্টা গতি স্পর্শ করতে পারে। দ্রুততম এই মোটরসাইকেলের (Ultraviolette F99 e-Bike) সর্বোচ্চ গতি ২৬৫ কিমি প্রতি ঘণ্টা। এই ইলেকট্রনিক বাইকটিতে যে লিকুইড কুল্ড মোটর ব্যবহার করা হয় সেটি সর্বোচ্চ ১২০ হর্সপাওয়ার শক্তি তৈরি করে। ইয়ামাহা, কাওয়াসাকি, সুজুকির মত বিখ্যাত সংস্থার স্পোর্টস বাইককে নিমেষে টেক্কা দেবে এটি। এমনকি বহু গাড়িতেও এই পরিমাণ হর্সপাওয়ার তৈরি হয়না।

বাইকটির কার্ব ওয়েট কিন্তু ১৭৮ কেজি এবং সুপারসনিক ফাইটার জেট থেকে অনুপ্রাণিত হয়েছে এই বাইকটি। এতে করা হয়েছে অ্যারোডাইনামিক ডিজাইন। যা এই দ্রুততম বাইকটিকে অন্যান্য ইলেকট্রিক বাইক এবং স্পোর্টসবাইকের থেকে আলাদা করে। কার্বন ফাইবার ফ্রেম দিয়ে তৈরি করা হয়েছে এই মোটরসাইকেল (Ultraviolette F99 e-Bike)। সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে, Ultraviolette F99 লঞ্চ হলে বাজারে তিনটি ভেরিয়েন্টে বিক্রি হবে। যেমন – স্যাডো, লেসার এবং এয়ারস্ট্রাইক।

আধুনিক দ্রুততম এই ইলেকট্রিক বাইকের মোটরের সর্বোচ্চ গতি 90 কিলোওয়াট। এতে ব্যাটারি প্যাক রয়েছে ১০.৩ kwh ক্ষমতা সম্পন্ন। সংস্থা কিন্তু বাইকের রেঞ্জ, ব্রেকিং ও সাসপেনশন সম্পর্কে এখনও কোনও তথ্য প্রকাশ করেনি। ভারতের দ্রুততম বাইকের দাম হলো ভারতীয় মুদ্রায় ৮.০৩ লাখ থেকে ৯.৮১ লাখ টাকা (এক্স-শোরুম)। সম্প্রতি এই ভারতীয় সংস্থাটি Ultraviolette F77 নামে আরও একটি ইলেকট্রিক বাইক বিক্রি করছে। যার ফুল চার্জে রেঞ্জ ২৬১ কিলোমিটার এবং বাইকের দাম রাখা হবে ৩.৮০ লাখ টাকা (এক্স-শোরুম)। চার ঘণ্টার মধ্যে বাইকটি ফুল চার্জ হয়ে যাবে এবং বাইকটির সর্বোচ্চ গতি ১৫২ কিমি প্রতি ঘণ্টা। Ultraviolette F99 এর গতি ১০০ কিমিরও বেশি।