30th Feb: শুধু ২৯ নয়, বিশ্বে মাত্র একবার এসেছিল ৩০ ফেব্রুয়ারি! কোন বছর ছিল সেই দিন

নিজস্ব প্রতিবেদন : যে বছর লিপ ইয়ার (Leap Year) হয়ে থাকে সেই বছর ফেব্রুয়ারি মাস ২৯ দিনের হয়। মূলত চার বছর অন্তর অন্তর লিপ ইয়ার বছর আসে। তবে শুধু ২৯ ফেব্রুয়ারি নয়, পৃথিবীর ইতিহাসে শুধুমাত্র এক বছর এসেছিল ৩০ ফেব্রুয়ারি (30th Feb)। বিশ্বের অধিকাংশ মানুষ জানেন না কোন বছর এসেছিল ৩০ ফেব্রুয়ারি। চলুন দেখে নেওয়া যাক কোন বছর এসেছিল ৩০ ফেব্রুয়ারি এবং কেন?

লিপ ইয়ার বছর আসে মূলত সূর্যকে পৃথিবীর প্রদক্ষিণ করার সময়ের পরিপ্রেক্ষিতে। সাধারণত আমরা ৩৬৫ দিনে সূর্যকে পৃথিবীর প্রদক্ষিণ করার সময় লাগে বলে জানলেও তা কিন্তু নয়। বরং তার থেকে কিছু বেশি সময় লাগে। যে সময়টি হলো ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৫৬ সেকেন্ড। এই বাড়তি সময়ের সমন্বয়ের জন্যই ক্যালেন্ডারে প্রতি চার বছর অন্তর অন্তর ফেব্রুয়ারি মাসে একটি করে দিন যোগ করে দেওয়া হয় এবং লিপ ইয়ার বছর পালন করা হয়।

তবে ২৯ ফেব্রুয়ারি ছাড়া ৩০ ফেব্রুয়ারির উল্লেখ পাওয়া যায় ব্রিটিশ লেখক জন রোনাল্ড রিয়েল টল্কিয়েনের ফ্যান্টাসি উপন্যাস ‘দ্য হবিট এবং দ্য লর্ড অফ দ্য রিংসে’। যেখানে উল্লেখ রয়েছে, হবিটরা একটি ক্যালেন্ডার তৈরি করেছিলেন এবং সেই ক্যালেন্ডারে একমাত্র একটি ৩০ ফেব্রুয়ারির উল্লেখ পাওয়া যায়। জানা যাচ্ছে, ওই বছরটিতে ডবল লিপ ইয়ার পালন করা হয়েছিল। বছরটি ছিল ১৭১২ সাল।

আরও পড়ুন 👉 Kanchan-Sreemoyee: এই শরীরে কীভাবে ২৭ বছরের ছোট শ্রীময়ীকে পটালেন কাঞ্চন! ফাঁস গোপন রহস্য

প্রাচীন রোমান নাগরিকরা যে ক্যালেন্ডার তৈরি করেছিলেন সেই সৌর ক্যালেন্ডারের সঙ্গে সৌর বছর সামঞ্জস্যপূর্ণ ছিল না। যে কারণে নতুন ক্যালেন্ডার তৈরি করার তাগিদ জন্ম নেয়। সৌর বছরের সঙ্গে সৌর ক্যালেন্ডারের সামঞ্জস্য ছিল না তা প্রথম নজরে এনেছিলেন রোমান সম্রাট জুলিয়াস সিজার। এরপর তিনি আলেকজান্দ্রিয়ান জ্যোতির্বিজ্ঞানী সোসিজেনেসকে একটি ক্যালেন্ডার তৈরি করতে নির্দেশ দিয়েছিলেন। যে ক্যালেন্ডার তৈরি করতে বলা হয়েছিল সূর্যের গতিবিধির উপর নির্ভর করে। আর এই ক্যালেন্ডারে যুক্ত হয়েছিল চার বছর অন্তর অন্তর বাড়তি একটি দিন এবং জন্ম নিয়েছিল জুলিয়ান ক্যালেন্ডার।

তবে এই জুলিয়ান ক্যালেন্ডারে কিছু ত্রুটি থাকার কারণে পরবর্তীকালে ১৫৮২ সাল থেকে জুলিয়ান ক্যালেন্ডারের জায়গা দখল করতে শুরু করে গ্রেগরিয়ান ক্যালেন্ডার। বর্তমানে এই ক্যালেন্ডারই ব্যবহার করা হয়। তবে প্রথম দিকে যখন জুলিয়ান ক্যালেন্ডার চালু ছিল তখন বছর শুরু হতো মার্চে। পরবর্তীতে রোমানরা বিভিন্ন পরিবর্তন আনতে শুরু করে। লিপ কথাটির অর্থ হলো মার্চ শুরুর ছয় দিন আগে। গ্রেগরিয়ান ক্যালেন্ডারে ফেব্রুয়ারি মাসে চার বছর অন্তর অন্তর একদিন যোগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী ২৪ ফেব্রুয়ারি দিনটিতে তা পালন হতো। পরে ত্রয়োদশ পোপ গ্রেগরির সিদ্ধান্ত অনুযায়ী ২৯ ফেব্রুয়ারি যুক্ত হয়েছিল। অন্যদিকে ১৭১২ সালে ৩০ ফেব্রুয়ারি পালন করা হয়েছিল মূলত ডবল লিপ ইয়ার পালন করার জন্যই।