ফিক্সড ডিপোজিটে বাড়ল সুদ, এই বেসরকারি ব্যাঙ্ক সুদ দিচ্ছে বিশাল

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রেপো রেট বৃদ্ধি পাওয়ার পর দেশের অধিকাংশ ব্যাংক তাদের গ্রাহকদের জন্য স্থায়ী আমানত অর্থাৎ ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করেছে। তবে এই সকল ব্যাংকের মধ্যে এমন কিছু বেসরকারি ব্যাংক রয়েছে যারা অন্যান্যদের তুলনায় অনেক বেশি সুদ দিচ্ছে।

Advertisements

যে সকল বেসরকারি ব্যাংক তাদের গ্রাহকদের ফিক্সড ডিপোজিটের উপর অতিরিক্ত সুদ দিচ্ছে তার মধ্যে অন্যতম একটি ব্যাংক হল ফেডারেল ব্যাংক। এই ব্যাংকের তরফ থেকে সম্প্রতি সুদের হার বৃদ্ধি করার ফলে তাদের গ্রাহকদের ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার বর্তমানে অনেকটাই বৃদ্ধি পেয়েছে।

Advertisements

দিন দিন দেশে মুদ্রাস্ফীতি বাড়ছে। আর এই মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাওয়ার ফলে কেন্দ্রীয় ব্যাংক তা ঠেকানোর জন্য মোক্ষম অস্ত্র হিসাবে রেপো রেট বৃদ্ধি করাকে বেছে নিয়েছে। ইতিমধ্যেই একাধিকবার রেপো রেট বৃদ্ধি করা হলেও অক্টোবর মাসে ফের একবার তা বৃদ্ধি করা হতে পারে এমনই খবর পাওয়া যাচ্ছে।

Advertisements

ফেডারেল ব্যাংক ২ কোটি টাকার নিচে স্থায়ী আমানতে আমানতকারীদের টাকার উপর সুদের হার বৃদ্ধি করেছে। নতুন সুদের হার কার্যকর হওয়ার পর গ্রাহকরা ৭-২৯ দিনের জন্য ৩.২৯% সুদ পাবেন। ৩০-৪৫ দিনের জন্য সুদ পাওয়া যাবে ৩.২০%। ৪৬-৬০ দিনের জন্য সুদ পাওয়া যাবে ৩.৭৫%। ৬১-৯০ দিনের জন্য সুদ পাওয়া যাবে ৪.০০%। ৯১-১১৯ দিনের জন্য সুদ পাওয়া যাবে ৪.১০%। ১২০-১৮০ দিনের জন্য সুদ পাওয়া যাবে ৪.২৫%।

এর পাশাপাশি ১৮১-৩৩২ দিনের জন্য সুদ পাওয়া যাবে ৪.৮০%। ৩৩৩ দিনের জন্য সুদ পাওয়া যাবে ৫.১৫%। ৩৩৪ দিন থেকে ১ বছরের জন্য সুদ পাওয়া যাবে ৫.৪০%। ১-২ বছরের জন্য সুদ পাওয়া যাবে ৬.১০%- ৭.০০%। ২ বছর থেকে ৭৫০ দিনের জন্য সুদ পাওয়া যাবে ৭.০০- ৬.৫০%। ৭৫১ দিন থেকে ৫ বছরের জন্য সুদ পাওয়া যাবে ৫.৭৫% থেকে ৬.০০%।

Advertisements