নেচেই আয় লক্ষ লক্ষ টাকা! IPL চিয়ারলিডাররা ইনকাম শুনলে চোখ কপালে উঠবে

আইপিএল (Indian Premier league) বিশ্বের সবথেকে ধনী ক্রিকেট লিগ। প্রতি বছর এই লিগে খরচ হয় প্রচুর টাকা। কোটি কোটি টাকা দিয়ে কেনা হয় ক্রিকেটার। এই লিগ যেমন বিনোদনের লিগ তেমনই টাকারও লিগ। এই লিগ থেকে কয়েক মাসে বিভিন্ন উপায়ে বিভিন্ন মানুষ মোটা টাকা আয় করে থাকেন। ভারতের এই ক্রিকেট উৎসব, যেখানে চারিদিকে টাকার ছড়াছড়ি। আর সেই লিগ থেকে কত টাকা উপার্জন করেন চিয়ার লিডাররা (Cheerleaders) শুনলে অবাক হবেন।

আইপিএল (Indian Premier league) ম্যাচে চার ছয় হচ্ছে, একেরপর এক উইকেট পড়েছে। এই ছবি চেনা। তারসঙ্গে আরও একটি ছবি চেনা, তাহল চিয়ার লিডার (Cheerleaders)। নিজের দলের চার ছয় বা উইকেটে মাঠের পাশে স্টেজে উঠে নাচতে দেখা যায় চিয়ারলিডারদের। করোনা কারণে একাধিক বিধিনিষেধ থাকায় এত বছরগুলো চিয়ারলিডার ছিল না। এবার পুরোদমে আইপিএল (Indian Premier league) শুরু হওয়ায় ফিরে এসেছেন চিয়ারলিডাররা। তাদের নিয়ে একাধিক বিতর্ক থাকলেও তাঁদের জনপ্রিয়তা কিন্তু যেকোনও প্লেয়ারকে হার মানিয়ে দেবে।

হোম ও অ্যাওয়ে ফর্ম্যাটে IPL হওয়ায় প্লেয়ারদের পাশাপাশি চিয়ারলিডারদেরও (Cheerleaders) ট্রাভেল করতে হবে। ফলে প্লেয়ারদের থেকে তাদের উপর চাপটা অনেক বেশি। যেহেতু চিয়ারলিডার মানেই বোঝানো হয় গ্ল্যামার, তাহলে সেই প্রত্যাশার চাপটা আরও বেশি থাকে। চিয়ারলিডারদের পেশায় যতই গ্ল্যামার থাকুক না কেন বেতনের দিক থেকে তা অনেকটাই কম। সাধারণত IPL চিয়ারলিডারদের নিয়োগ করে না। প্রতি মরশুম হিসেবে ফ্র্যাঞ্চাইজি চিয়ারলিডারদের নিয়োগ করে থাকে। সাধারণত এজেন্সির মাধ্যমে নিয়োগ করা হয়। বেশিরভাগ চিয়ারলিডার হন বিদেশি।

চিয়ারলিডারদের সর্বাধিক আয় ম্যাচ প্রতি ১০ হাজার থেকে ১২ হাজার। চিয়ারলিডারদের সবথেকে বেশি টাকা দেয় কলকাতা নাইট রাইডার্স। ম্যাচ প্রতি ১০ হাজার থেকে ১২ হাজার। কেকেআর-এ অবশ্য উপরি পাওনাও রয়েছে। দল জিতলে মেলে বোনাস। তখন টাকার অঙ্কটা দাঁড়ায় ১৩ হাজার থেকে ১৬ হাজার।

এছাড়াও ওপেনিং সেরিমনি, এক্সট্রা ইনিংস বা ম্যাচের বাইরে লিগের অন্য কোনও অনুষ্ঠানে পারফর্ম করলে মেলে বাড়তি টাকা। চিয়ারলিডারদের দামের দিকে কেকেআর-এর পর রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সবথেকে কম টাকা দেয় দিল্লি ডেয়ার ডেভিলস। যদিও এই তথ্য কোনও ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়নি। বেতন কম হলেও IPL-এ পারফর্ম করতে পারলে নিজেদের দেশে গিয়ে চিয়ারলিডারদের জনপ্রিয়তা বেড়ে যায়। ফলে ক্যারিয়ারের উন্নতির জন্য IPL-কে বেছে নেন অনেকেই।