Solar Eclipse of 2024: দিনের বেলাতেই নেমে আসবে অন্ধকার, জেনে নিন কবে এই বছরের প্রথম সূর্য গ্রহণ

Find out when is the first solar eclipse of 2024: ২০২৪ সাল আবার এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে। কারণ সামনেই আসছে পূর্নগ্রাস সূর্যগ্রহণ (solar eclipse of 2024)। চলতি বছরের প্রথম এই বসন্ত কালের পূর্ণগ্রাস সূর্যগ্রহণে দিনের বেলাতেও নেমে আসবে ঘন অন্ধকার। সেই সময় পৃথিবী থেকে খালিচোখে শুধুমাত্র সূর্যের আলোক মণ্ডলের পাতলা আস্তরণ গুলিই চোখে পড়বে। আর এই সূর্যগ্রহণ দেখা যাবে আমেরিকার মোট ১৩টি রাজ্য থেকে।

মহাকাশ গবেষণা কেন্দ্র NASA র দেওয়া তথ্য অনুসারে জানা গেছে চলতি বছরের এপ্রিল মাসের ৮ তারিখ উত্তর আমেরিকা থেকে স্পষ্ট ভাবে দৃশ্যমান হবে এই বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ (solar eclipse of 2024)। জানা গেছে সকাল ১১টা ০৭ মিনিটে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে প্রথম সূর্যগ্রহণটি দৃশ্যমান হবে। তবে শুধু আমেরিকা থেকেই নয়, আমেরিকা ছাড়াও কানাডা ও মেক্সিকো থেকেও দেখা যাবে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।

ভৌগলিক ব্যাখ্যা অনুসারে পৃথিবী নিজের আবর্তন ও পরিক্রমণ গতির কারণে ক্রমাগত নির্দিষ্ট সময় ধরে সূর্যের চারপাশে প্রদক্ষিণ করে চলেছে। আবার অন্যদিকে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ নির্দিষ্ট সময় ধরে ঘুরছে পৃথিবীর চারপাশে। তাদের ক্রমাগত নিজের কক্ষপথে প্রদক্ষিণ করার সম যখন চাঁদ সুম্পূর্ন ভাবে সূর্য এবং পৃথিবীর মাঝখানে চলে তখন ঘটে পূর্ণগ্রাস গ্রহণ। আবার চাঁদের দ্বারা সূর্যের আলো আংশিক বাঁধা পেলে তাকে বলা হয় আংশিক সূর্যগ্রহণ (solar eclipse of 2024)।

আরও পড়ুন 👉 Kolkata to Uttarakhand Special Train: সরকারি ভর্তুকিতে দেবভূমি ভ্রমণ, কলকাতা থেকে চলবে বিশেষ ট্রেন, বড় ঘোষণা IRCTC-র

আকারে চাঁদের চেয়ে ৪০০ গুণ বড় হলো সূর্য। কিন্তু পৃথিবী থেকে চাঁদের যত দূরত্ব তার চেয়ে সূর্যের দূরত্ব অনেক বেশি। তাই চাঁদ যখন পৃথিবী এবং সূর্যের মাঝখানে অবস্থান করে তখন চাঁদের দ্বারা সূর্য ঢেকে যায়। গত সাত বছরের মধ্যে দ্বিতীয়বার এর জন্য ঘটছে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। ভৌগলিক ব্যাখ্যা অনুসারে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় পৃথিবীর উপর যে রেখা বরাবর চাঁদের ছায়া পড়ে তাকে বলা হয় পূর্ণগ্রাসের পথ। সেই রেখা থেকেই পূর্ণগ্রাস সূর্য গ্রহণের সম্পূর্ন প্রক্রিয়াটি চোখে দেখা সম্ভব হয়।

মোট সূর্যগ্রহণটি সম্পন্ন হবে ৪ মিনিট ২৮ সেকেন্ড এর মধ্যে। যদিও ভারত থেকে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে পাওয়া যাবে না। এটি দেখা যাবে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার উত্তরাঞ্চল, মধ্য আমেরিকা, পশ্চিম ইউরোপ প্যাসিফিক, আটলান্টিক, কানাডা, আর্কটিক মেক্সিকো, ইংল্যান্ডের উত্তর পশ্চিম অঞ্চল এবং আয়ারল্যান্ডে। এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের (solar eclipse of 2024) পথ উত্তর পশ্চিম মেক্সিকো থেকে মার্কিন যুক্তরাষ্ট্র হয়ে দক্ষিণ পূর্ব কানাডায় প্রবেশ করবে। সেই পথটি হবে গড়ে ১১৫ মাইল বা ১৮৩ কিলোমিটার প্রশস্ত।