চলতি বছর পৌষ মেলা ছয় দিন হবে এবং তা হবে সম্পূর্ণভাবে পরিবেশ আদালতের নিয়ম মেনে। বিশ্বভারতীর তরফে এমনই বিবৃতি আগে দেওয়া হয়েছে। বিশ্বভারতীর তরফে এমন বিবৃতি দেওয়ার পর স্বাভাবিকভাবেই সাধারণ মানুষদের মধ্যে খুশির হাওয়া। কেননা বেশ কয়েক বছর পৌষ মেলা নিয়ে নানান জটিলতার পর ফের বছর দুয়েক ধরে তা বিশ্বভারতী আয়োজন করছে।
তবে এসবের মধ্যেই নতুন করে জট পাকতে দেখা গেল মূলত পৌষ মেলা বাঁচাও কমিটির একের পর এক দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে। তারা তাদের দাবি-দাওয়া নিয়ে সোমবার বিশ্বভারতীর উপাচার্যের দপ্তরের সামনে অর্থাৎ বলাকা গেটের সামনে বিক্ষোভ দেখান।
আরও পড়ুনঃ সোনালী খাতুনের হাতে ২ লক্ষ টাকার চেক তুলে দিলেন কাজল শেখ
পৌষ মেলা বাঁচাও কমিটির সদস্যদের মূলত পৌষমেলায় দুর্নীতি নিয়ে অভিযোগ। আর সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই তারা উপাচার্যকে একটি স্মারকলিপি জমা দেন এবং সেই স্মারকলিপিতে পাঁচটি দাবি দাওয়া তুলে ধরা হয়।
যে সকল দাবি-দাওয়া তুলে ধরা হয়েছে সেগুলি হল মেলায় জায়গা বন্টন এবং রেন্ট সংগ্রহের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে হবে, ২০২৪ সালের বুকিং রশিদ অনুযায়ী ব্যবসায়ীদের এবছর বুকিং এর ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে, দুকরা শিল্পীদের প্রতিবারের মতো বিনা অর্থে জায়গা দিতে হবে, জায়গা বুকিং এর টাকা অর্থাৎ মূল্য গত বছরের মত অপরিবর্তিত রাখতে হবে এবং পৌষমেলার মাঠের ম্যাপ অনুযায়ী উদ্ধৃত জায়গা রশিদের মাধ্যমে বন্টন করতে হবে।
