বিনামূল্যে আধার কার্ড আপডেট! আরও একবার সময় বাড়ালো কেন্দ্র

নিজস্ব প্রতিবেদন : বর্তমান সময়ে প্রতিটি ভারতীয় নাগরিকদের কাছে ভোটার কার্ড, প্যান কার্ডের থেকেও গুরুত্বপূর্ণ নথি হয়ে দাঁড়িয়েছে আধার কার্ড (Aadhaar Card)। আধার কার্ড ছাড়া এখন গুরুত্বপূর্ণ কোন কাজ যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পরীক্ষার কাজ হয় না, ঠিক সেই রকমই আবার আধার কার্ড ছাড়া পাওয়া যায় না সরকারি কোন সুযোগ সুবিধা। এমনকি রেশনের ভর্তুকি পেতে হলেও প্রয়োজন আধার কার্ড।

আধার কার্ডের মতো এমন একটি গুরুত্বপূর্ণ নথি সব সময় নির্ভুল থাকা প্রয়োজন। কেননা এর মধ্যে ঠিকানা, নাম, বাবার নাম, জন্মতারিখ ইত্যাদি ভুল থাকলে কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে ভুল থাকা আধার কার্ড সংশোধন করিয়ে নেওয়া অত্যন্ত জরুরী। এবার বিনামূল্যে আধার কার্ড সংশোধন করার সময়সীমা ফের একবার বাড়ানো হলো কেন্দ্রের তরফ থেকে। কেন্দ্রের এই সিদ্ধান্তে উপকৃত হবেন দেশের বহু নাগরিক।

বিনামূল্যে আধার কার্ড সংশোধন করার কাজটি অনলাইনে খুব সহজেই করা যাবে। কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, দেশের নাগরিকদের যে সময়সীমা দেওয়া হচ্ছে সেই সময়সীমা অনুযায়ী নাগরিকরা তাদের আধার কার্ডের ভুল ত্রুটি বিনামূল্যে সংশোধন করে নিতে পারবেন। কিন্তু বিনামূল্যের এই পিরিয়ড শেষ হওয়ার পর আর তা করা যাবে না। পরবর্তীতে আধার কার্ড সংশোধন করার জন্য আলাদা করে খরচ বহন করতে হবে।

কেন্দ্রের তরফ থেকে বিনামূল্যে আধার কার্ড আপডেট করার জন্য প্রথম দফায় ১৪ জুন পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। পরবর্তীতে এই সময়সীমা বৃদ্ধি করা হয় ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু এই সময়সীমা শেষ হওয়ার আগেই নতুন করে আধার কার্ড বিনামূল্যে আপডেট করার সময়সীমা বাড়ায় কেন্দ্র। নতুন সময়সীমা হিসাবে ১৪ ডিসেম্বর ২০২৩ বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে আধার কার্ডে থাকা কোন ভুল সংশোধন করতে কোন খরচ হবে না।

UIDAI আধার কার্ড আপডেট করা নিয়ে যা জানিয়েছে তা হলো, যারা ১০ বছর আগে আধার কার্ড করিয়েছেন এবং ঠিকানা এবং অন্যান্য তথ্য আপডেট করা হয়নি তারা ১৪ ডিসেম্বর পর্যন্ত নির্খরচায় আধার আপডেট করাতে পারবেন। এখন প্রশ্ন হল এই সময়ের মধ্যে আধার আপডেট করানো না হলে কত খরচ হবে? পরবর্তীতে খরচ সম্পর্কে যা জানা যাচ্ছে তাতে খরচ পড়বে ৫০ টাকা।