Train: ট্রেনে ভুল করেও উঠবেন না এই কামরায়! না হলে জরিমানা বা জেল

Prosun Kanti Das

Published on:

Advertisements

Getting into the pantry car of the train can lead to both jail and fine: ভারতের যাতায়াতের একটি বড় ও গুরুত্বপূর্ণ মাধ্যম হলো রেলপথ। সাধারণ মানুষ প্রতিদিনকার যাতায়াতের জন্য চোখ বন্ধ করে ভরসা করে রেল ব্যবস্থার ওপর। আপনার গন্তব্যস্থল কাছে হোক কিংবা দূরে, ট্রেনে (Train) করে আপনি খুব সহজেই এবং নিশ্চিন্তে পৌঁছে যেতে পারবেন সেখানে। সেইজন্যই বোধহয় ভারতীয় রেলব্যবস্থাকে বলা হয় এই দেশের লাইফলাইন। বড় থেকে ছোট সবারই ট্রেনে চড়তে বেশ মজাদার লাগে।

Advertisements

এটি নিঃসন্দেহে বলা যায় যে, যাতায়াতের ক্ষেত্রে ট্রেনে (Train) করে কোথাও গেলে অন্যান্য গণপরিবহনের থেকে খরচ অবশ্যই কম লাগে। তাই দিন দিন বেড়ে চলেছে ট্রেনের যাত্রীরা সংখ্যা। বর্তমান প্রযুক্তির কথা মাথায় রেখে ভারতীয় রেল ব্যবস্থা নিজেকে আরো উন্নতভাবে সাজিয়ে তুলছে। তবে ট্রেনে যাতায়াত করতে গেলে যাত্রীদের অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মাথায় রাখতে হয়। যদি তা না করে তাহলে পেতে হবে বড়রকম শাস্তি।

Advertisements

আপনারা অনেকেই বহুবার ট্রেনে যাতায়াত করেছেন। কিন্তু জানেন কি ট্রেনের কোন কামরায় যাতায়াত করা একেবারেই নিষিদ্ধ? যাত্রীদের মধ্যে কেউ ভুলেও যদি সেই কোচে যাতায়াত করে তাহলে হতে পারে তার জেল। এই প্রতিবেদনটিতে সেই প্রসঙ্গে আলোচনা করা হবে। তাহলে চটজলদি দেখে নিন কোন কোচটি যাত্রীদের জন্য নিষিদ্ধ?

Advertisements

সাধারণত ট্রেনে এসি, নন এসি, স্লিপার ক্লাস সহ বিভিন্ন ধরনের কোচ থাকে। যাত্রীরা এই সব ধরনের কোচে যাতায়াত করতে পারেন। কিন্তু ট্রেনের মধ্যে যে Pantry Car বা ট্রেনের (Train) রান্নাঘর থাকে, সেখানে যাতায়াত করা সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ। যদি কোন ব্যক্তিকে ট্রেনের এই অংশে যাতায়াত করতে দেখা যায় তাহলে তাকে পেতে হবে বড় রকম শাস্তি।

ট্রেন চলাকালীন যদি কোন ব্যক্তি ট্রেনের প্যান্ট্রি কারে ভ্রমণ করেন তাহলে তাকে কঠোর জরিমানা ও কারাদণ্ড ভোগ করতে হবে। ওই কোচে যদি কেউ সফর করেন তাহলেও তাকে কঠোর শাস্তি পেতে হবে। যাত্রীরা একমাত্র গরম দুধ ও জলের জন্য ওখানে যেতে পারেন। তবে ভ্রমণ করা একেবারেই যাবেনা।

Advertisements