সাগরে মৎস্যজীবীদের জলে বিশালাকৃতির শঙ্কর মাছ, বিক্রি হলো চড়া দামে

নিজস্ব প্রতিবেদন : সাগরে বৃহস্পতিবার মৎস্যজীবীদের জালে ধরা পড়ে বিশালাকৃতির একটি শঙ্কর মাছ। মাছটির ওজন ৩৫০ কেজি। বিশালাকৃতির এই মাছটিকে ডাঙ্গায় তুলতে প্রয়োজন হয় ১৫ থেকে ১৬ জন মানুষের। সাধারণত এত বড় শঙ্কর মাছ মৎস্যজীবীদের জালে ধরা পড়ে না। যে কারণ এই বড় মাছটিকে ঘিরে চাষীদের মধ্যে তৈরি হয় উৎসাহ।

বিশালাকৃতির এই শঙ্কর মাছ মৎস্যজীবীদের জালে আসার পরিপ্রেক্ষিতে যেন তাদের লটারি লাগার মত ঘটনা ঘটে। গঙ্গাসাগরের মহিষমারী এলাকার বেশ কয়েকজন মৎস্যজীবী বৃহস্পতিবার হুগলি নদীতে মাছ ধরছিলেন। সেই সময় গুরুপদ মন্ডল নামে এক মৎস্যজীবীর জালে ওই মাছটি ধরা পড়ে।

মাছটি ধরা পড়ার সঙ্গে সঙ্গে আশেপাশের গ্রামের মানুষেরা মাছটিকে দেখতে ভিড় জমান। মাছটি এত বড় ছিল যে অন্যান্য মৎস্যজীবীদের খবর দিতে হয় এবং তারা ঘটনাস্থলে এসে কাছীতে বেঁধে মাছটিকে ডাঙ্গায় টেনে নিয়ে আসেন। অন্যদিকে শুক্রবার মাছটিকে বাজারে নিয়ে আসা হলে সেখানেও সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের ভিড় জমতে দেখা যায়। মাছটি বিশালাকৃতির হওয়ার পাশাপাশি চড়া দামে বিক্রি করা হয়।

শঙ্কর মাছকে স্থানীয় বাসিন্দারা মুরুলি মাছ বলে থাকেন। এই মাছটি ওই মৎস্যজীবীর জালে ধরা পড়ার পর মৎস্যজীবী এবং এলাকার বাসিন্দাদের মধ্যে আশা ছিল লক্ষাধিক টাকায় তা বিক্রি হবে। যদিও আশা অনুযায়ী সেই টাকা পাওয়া যায়নি এবং শেষ পর্যন্ত মাছটি ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে বলে জানা যাচ্ছে। স্থানীয় মৎস্যজীবীরা জানিয়েছেন, এই মরশুমে প্রথম এমন বড় আকৃতির মাছ তাদের জালে ধরা পড়ল।

শীতকালে সাধারণত এমন বড় মাছ খুব কম ধরা পড়ে বলে জানিয়েছেন মৎস্যজীবীরা। তবে কিছু কিছু ট্রলারে এমন বড় বড় মাছ ধরা পড়তে দেখা যায়। সাগরে এই প্রথম এত বড় আকৃতির শঙ্কর মাছ ধরা পড়লেও দিন কয়েক আগে দিঘাতে প্রায় ৫০০ কেজি ওজনের একটি শঙ্কর মাছ ধরা পড়েছিল। যদিও সেই মাছটি মাত্র ২০ হাজার টাকায় বিক্রি হয়েছিল।