দারুণ খবর, জলের দরে ল্যাপটপ আনছে HP! মোবাইলের থেকে খরচ কম

নিজস্ব প্রতিবেদন : মাল্টি টাস্কিং বিভিন্ন কাজের জন্য ল্যাপটপ (Laptop) অত্যন্ত জরুরি। বিশেষ করে বর্তমানে পড়ুয়া থেকে শুরু করে বিভিন্ন কাজে কর্মরতদের খুব তা জরুরী হয়ে পড়েছে। তবে ল্যাপটপের দাম অনেক বেশি হওয়ার কারণে বহু গ্রাহক রয়েছেন তা কেনার ইচ্ছে থাকলেও কিনতে পারেন না। এই পরিস্থিতিতে এবার জনপ্রিয় সংস্থা HP সস্তায় ল্যাপটপ আনার পরিকল্পনা গ্রহণ করেছে। খুব তাড়াতাড়ি জলের দরে, এমনকি মোবাইল খরচের সমান টাকায় ল্যাপটপ আনতে চলেছে তারা।

বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে, সস্তায় এমন ল্যাপটপ আনার জন্য HP গুগলের সঙ্গে হাত মিলিয়েছে এবং সেই মতো ক্রোমবুক (ChromeBook) আনার পরিকল্পনা গ্রহণ করেছে। আগামী ২ অক্টোবর থেকে এই ধরনের ল্যাপটপ তৈরি করার কাজ শুরু করে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। এই ধরনের ল্যাপটপ তৈরির কাজ হবে চেন্নাইয়ে। ২০২০ সাল থেকে চেন্নাইয়ে ল্যাপটপ এবং ডেস্কটপ তৈরি করছে এইচপি। এবার সেই তালিকায় যোগ হতে চলেছে ক্রোমবুক। মেড ইন ইন্ডিয়া অভিযানের অধীনে এই প্রকল্প বাস্তবায়িত করা হবে।

এই বিষয়ে এইচপি ইন্ডিয়ার সিনিয়র ডিরেক্টর বিক্রম বেদী জানিয়েছেন, ভারতের মতো দেশে ডিজিটাল এডুকেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এইচপি ইন্ডিয়া। স্থানীয়ভাবে ক্রোমবুক ল্যাপটপ দেশের মাটিতে তৈরি হলে অনেক সস্তায় এই ধরনের ল্যাপটপ পেয়ে যাবেন পড়ুয়া থেকে শুরু করে অন্যান্য গ্রাহকরা। স্বাভাবিকভাবেই সংস্থার এমন উদ্যোগের পরিপ্রেক্ষিতে তাকিয়ে রয়েছেন সেই সকল পড়ুয়া থেকে মানুষেরা যারা অল্প দামে ল্যাপটপ কিনতে চাইছেন।

ক্রোমবুক হলো ল্যাপটপের মতই একটি ডিভাইস। তবে এর অপারেটিং সিস্টেম গুগল ক্রোম দ্বারা পরিচালিত হবে। যে কারণে এতে উইন্ডোস অপারেটিং সিস্টেমের সুবিধা পাওয়া যাবে না। ভিডিও স্ট্রিমিং থেকে শুরু করে গেমিং সবকিছু সাপোর্ট করবে ক্রোমবুক ডিভাইসে। তবে উইন্ডোস এবং ম্যাকবুকের তুলনায় এই ডিভাইসে স্টোরেজ অনেক কম থাকবে বলে জানা যাচ্ছে।

এখন প্রশ্ন হল নতুন এই যে ডিভাইস আনা হচ্ছে তার দাম কত হতে চলেছে? ডিভাইসটির দাম সম্পর্কে এখনো পর্যন্ত স্পষ্টভাবে তেমন কিছু জানা না গেলেও সূত্র মারফত যা জানা যাচ্ছে তাতে এর দাম হতে পারে ২০ হাজার টাকার নিচে। এক্ষেত্রে এখন যেকোনো ভালো স্মার্টফোনের দাম ২০ হাজার টাকা বা তার বেশি হয়ে থাকে। সুতরাং মোবাইলের খরচের থেকেও কম খরচে পাওয়া যাবে এই ক্রোমবুক বলেই আশা করা হচ্ছে।