সুখবর, অসংগঠিত শ্রমিকদের স্বীকৃতি দিতে নয়া পোর্টাল কেন্দ্রের

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্রের তরফ থেকে ফের একবার শ্রমিকদের জন্য সুখবর দেওয়া হল। অসংগঠিত শ্রমিকদের জন্য কেন্দ্র সরকার একটি পোর্টাল লঞ্চ করল। এই পোর্টালের নাম হলো ‘ই-শ্রম’ পোর্টাল। যে পোর্টালে দেশের কোটি কোটি শ্রমিক যারা শ্রেণীভূক্ত নন, তাদের যাবতীয় তথ্য ভাণ্ডার সংরক্ষিত রাখার কাজ হবে। এই পোর্টালে নিজেদের নাম নথিভুক্ত হলে সরকারি প্রকল্পের সঙ্গে তাদের নাম নথিভূক্ত হবে।

ভারতের মতো বিপুল জনসংখ্যার দেশে নাগরিকরা বিভিন্ন পেশার সাথে যুক্ত হলেও তাদের প্রতিটি পেশা নথিভূক্ত অথবা স্বীকৃত নয়। পেশা নথিভুক্ত অথবা স্বীকৃত না হওয়ার কারণে এই সকল অসংগঠিত শ্রমিক শ্রেণীর কোটি কোটি মানুষেরা সরকারি সুবিধা পান না। যে কারণে এমন মানুষদের কথা মাথায় রেখেই এই নতুন পোর্টাল আনা হয়েছে। বৃহস্পতিবার দুপুর তিনটের সময় এই পোর্টালের উদ্বোধন করেন কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ভূপিন্দর যাদব।

এই পোর্টালে অসংগঠিত শ্রমিকরা যেমন তাদের নাম নথিভুক্ত করে রাখার সুযোগ পাবেন ঠিক তেমনই নির্দিষ্ট সময় অন্তর অন্তর তথ্য আপডেট করা হবে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের নানা সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির সুবিধাও পাবেন তারা। অন্যদিকে নতুন কোন প্রকল্পের উদ্বোধন হলে সেই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য শ্রমিকদের নাম নথিভুক্ত করে দেওয়া হবে।

এই পোর্টালে দেশের ৩৮ কোটি শ্রমিকদের নাম নথিভুক্ত করার লক্ষ্যমাত্রা রয়েছে কেন্দ্রের। যেখানে নাম নথিভুক্ত হবে পরিযায়ী শ্রমিক, ফুটপাতে বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত এবং গৃহস্থ বাড়িতে কর্মরত শ্রমিকদের। এই পোর্টালে নাম নথিভুক্ত করা প্রতিটি শ্রমিককে ১২ ডিজিটের একটি ইউনিক নম্বর দেওয়া হবে। যা আগামী দিনে বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে কাজে লাগানো যাবে।

এই পোর্টালে নাম নথিভুক্ত করার জন্য শ্রমিকরা নিজেদের আধার নম্বর ব্যবহার করতে পারবেন। পাশাপাশি জন্ম তারিখ, মোবাইল নম্বর এবং ঠিকানা সংক্রান্ত যাবতীয় তথ্য আপলোড করতে হবে। অন্যদিকে এই পোর্টালের পাশাপাশি শ্রমিকরা ইচ্ছে করলে ১৪৪৩৪ টোল ফ্রি নম্বরে যোগাযোগ করে রেজিস্ট্রেশন সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন।