ব্যান্ড পার্টি, হুডখোলা গাড়ি! অবসরপ্রাপ্ত সেনা কর্মীর গ্রামে ফেরাই উৎসবের মেজাজ বীরভূমে

১৮ বছরের কর্মজীবনের অবসর ঘটতেই গ্রামে ফিরলেন সেনা কর্মী। তবে ওই তার গ্রামে ফেরা যে একেবারে উৎসবের মেজাজ নেবে তা হয়তো কোনদিন ভেবে উঠতে পারেননি অবসরপ্রাপ্ত সেনা। এমনই এক অভিনব মুহূর্তের দেখা মিলল বীরভূমের মল্লারপুরে।

বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত মহুলা গ্রামের বাসিন্দা সুখেন প্রামাণিক দীর্ঘ ১৮ বছর ধরে ভারতীয় সেনার ইলেকট্রনিক্স মেকানিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে মিষ্টার সঙ্গে দায়িত্ব পালন করে সম্প্রতি অবসর গ্রহণ করেন। অবসর গ্রহণ করে তার বাড়ি ফেরার খবর মহুলা গ্রামে পৌঁছতেই গ্রামের বাসিন্দারা এবং ওই সেনা কর্মীর বন্ধুবান্ধবরা তাকে উৎসবের মেজাজে বাড়ি আনার জন্য ব্যান্ড পার্টি, হুডখোলা গাড়ি, বেলুন সহ আরও বিভিন্ন ধরনের আয়োজন করেন। তারপর তাকে গ্রাম ঘুরিয়ে বাড়ি ফেরানো হয়।

আরও পড়ুনঃ ওমনি ভ্যানে ২২, ইকোতে ২৬! পুলকারের বেনিয়ম নিয়ে বড় পদক্ষেপ প্রশাসন-কর্তৃপক্ষের

অবসরপ্রাপ্ত ওই সেনা কর্মী বাড়ি ফিরে যুব সমাজকে দেশ সেবার জন্য নিজেদেরকে নিয়োজিত করার আহ্বান জানান।