Adani Green Energy Plant: প্যারিসের ৫ গুণ, পাকিস্তানের নাকের ডগায় এবার খেলা শুরু করতে চলেছেন আদানি

Green Energy Plant is going to start playing at the tip of Pakistan’s nose: ইদানিং ভারতীয়দের মধ্যে ব্যবসা করার প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করতে উৎসাহী ভারতীয় ব্যবসায়ীরা। তার মধ্যে অন্যতম হলো সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র (Adani Green Energy Plant)। আদানি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক গৌতম আদানি সৌর বিদ্যুৎ কেন্দ্রের উপর কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন। পাকিস্তান বর্ডারে একটি সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করেছেন তিনি, যার আয়তন ফ্রান্সের রাজধানী প্যারিসের তুলনায় ৫ গুন বড়।

কিছু বছর আগে গুজরাটের একটি এলাকায় বেশ কিছুটা অনুর্বর জমি তিনি পেয়েছিলেন, সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র (Adani Green Energy Plant) তৈরি করার জন্য। জমিটি হাতে পাওয়ার সাথে সাথে, তিনি আর এক মুহূর্ত দেরি না করে প্রকল্পের কাজে হাত দেন। ধীরে ধীরে পাকিস্তানের বর্ডারে অবস্থিত এই অনুর্বর জমিটিতে সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে ওঠে। গৌতম আদানি “আদানি গ্রীন এনার্জি লিমিটেড” নামে একটি সম্পূর্ণ আলাদা কোম্পানি তৈরি করেন আদানি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির আন্ডারে।

কিন্তু নজরে পড়ার মতো বিষয়টি হল পাকিস্তান বর্ডারে একদম গায়েই অবস্থিত গুজরাটের এই সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি (Adani Green Energy Plant)। ওপারের লোকজন চরম আর্থিক সংকটে ভুগছে। বিদ্যুতের দাম বর্তমানে আকাশছোঁয়া। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আরেক পাড়ার লোক প্রায় জলের দামে সৌর বিদ্যুৎ ব্যবহার করছে। আদানি গ্রীন এনার্জি লিমিটেডের তরফ থেকে গুজরাটের নির্দিষ্ট একটি এলাকার সব ঘরে ঘরে সৌর বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে প্রায় বিনামূল্য।

আরও পড়ুন 👉 Mukesh Ambani Gautam Adani: ব্যবসায়িক শত্রুতা অতীত! এবার মিলেমিশে একাকার, নতুন অধ্যায় শুরু করলেন আম্বানি-আদানি

ফ্রান্সের রাজধানী প্যারিসের আয়তন ৫.৪ বর্গ কিলোমিটার সেখানে ভারতের গুজরাট এলাকায় অবস্থিত একটি সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (Adani Green Energy Plant) আয়তন ৫৩৮ বর্গ কিলোমিটার। তুলনামূলকভাবে যা প্যারিসের প্রায় ৫ গুণ। এই প্ল্যানটিতে শুধুমাত্র সৌর বিদ্যুৎ নয়, উৎপাদিত হচ্ছে বায়ু ব্যবহৃত গ্রীন এনার্জিও। ২০২২ সালে প্রথম যখন গৌতম আদানি এই এলাকায় আসেন, তখন তিনি জনমানব শূন্য এলাকাটিকে দেখে বলেছিলেন, এখানে কেউ একটা মশাও খুঁজে পাবে না। মুহূর্তের মধ্যে এই ডায়ালগ ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

উল্লেখিত, বিদ্যুৎ কেন্দ্রটির পাশে নোনা জল পরিশোধ করার জন্য একটি আলাদা প্রকল্প তৈরি করা হয়েছে এখনো পর্যন্ত এই বিদ্যুৎ কেন্দ্রতে 2000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ (Adani Green Energy Plant) উৎপাদিত করা হতো তবে চলতি অর্থবর্ষ ২০২৪-২৫ অক্টোবর মাসে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ বাড়িয়ে ৪০০০ মেগাওয়াট করার পরিকল্পনা করছে সংস্থার পক্ষ থেকে। সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, ভবিষ্যতে কোন এক সময় এই বিদ্যুৎ কেন্দ্র থেকে ৮১ বিলিয়ন বিদ্যুৎ তৈরি করা সম্ভব হবে। যা সুইজারল্যান্ড চিলি ও বেলজিয়ামের ব্যবহৃত মোট বিদ্যুতের চেয়ে অনেকটাই বেশি।