Group C Recruitment: মাধ্যমিক পাশে চাকরির সুযোগ বাঁকুড়ায়, আবেদন করতে পারবেন ছেলে-মেয়ে উভয়েই

Group C Recruitment: চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর দিল রাজ্য সরকার। বিশেষত যারা রাজ্যে চাকরি খুঁজছেন তাদের জন্য এই খবর। সম্প্রতি বাঁকুড়া জেলায় রাজ্য সরকারের একটি হোমে গ্রুপ সি-র একাধিক পদে কর্মসংস্থানের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে আবেদন করতে পারবেন রাজ্যের পুরুষ-মহিলা উভয়েই। কোন কোন বিভাগে নিয়োগ করা হবে কর্মী? যোগ্যতা কি লাগবে? শূন্যপদ কতগুলি রয়েছে? নিয়োগ পদ্ধতি কিভাবে হবে? জানতে হলে প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।

পদের নাম

রাজ্য সরকারের হোমে গ্রুপ সি-এর (Group C Recruitment) যে পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে তা হল হেল্পার কাম নাইট ওয়াচম্যান, হাউস ফাদার, চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, কাউন্সিলর এবং অফিসার ইনচার্জ।

মোট শূন্যপদ

উপরে উল্লেখিত পদগুলিতে সব মিলিয়ে মোট ৬টি শূন্য পদ রয়েছে। যার মধ্যে হেল্পার পদে কর্মখালি ১টি (General), হাউস ফাদার পদে নিয়োগ করা হবে ২টি (ST ও General), চাইল্ড ওয়েলফেয়ার অফিসার পদে শূন্যপদ রয়েছে ১টি (General), কাউন্সিলর পদে শূন্যপদ ১টি (SC) এবং অফিসার ইনচার্জ পদে ১টি (General) কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষার মান
  • হেল্পার কাম নাইট ওয়াচম্যান পদে আবেদনের জন্য যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী অথবা মাধ্যমিক পাশ। সাথে সংশ্লিষ্ট পদে কাজের অভিজ্ঞতা।
  • ফাদার হাউস পদের জন্য প্রার্থীকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। সাথে ৩ বছরের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
  • চাইল্ড ওয়েলফেয়ার অফিসার পদের জন্য যোগ্যতা লাগবে এলএলবি ডিগ্রী অথবা সোশিওলজি/ সোশ্যাল ওয়ার্ক যে কোনো বিষয়ে স্নাতক পাশাপাশি কম্পিউটারে দক্ষতা এবং ২ বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
  • কাউন্সিলর পদের ক্ষেত্রে প্রার্থীকে কাউন্সেলিং-এর উপর ডিপ্লোমা করা থাকতে হবে। সোশ্যাল ওয়ার্ক/ সোশিওলজির যেকোন বিষয়ে গ্র্যাজুয়েশন থাকতে হবে। পাশাপাশি থাকতে হবে কম্পিউটার দক্ষতা এবং কর্ম অভিজ্ঞতা।
  • অফিসার ইনচার্জ পদে আবেদন করতে গেলে প্রার্থীর যোগ্যতা লাগবে হিউম্যান রাইট/ সোশ্যাল ওয়ার্ক বা সোশিওলজি যে কোনো বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন, ৩ বছরের কর্ম অভিজ্ঞতা এবং কম্পিউটারে দক্ষতা।
বয়সসীমা

বিজ্ঞপ্তি অনুযায়ী হেল্পার পদে আবেদনের জন্য বয়স লাগবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। ২১ থেকে ৪০ বছরের মধ্যে প্রার্থীরা আবেদন করতে পারবেন হাউজ ফাদার এবং চাইল্ড ওয়েলফেয়ার অফিসার পদে। কাউন্সিলর পদের জন্য বয়স হতে হবে সর্বনিম্ন ২৪ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর। অন্যদিকে ২৭ থেকে ৪২ বছর বয়সীরা আবেদন করতে পারবেন অফিসার ইনচার্জ পদে।

মাসিক বেতন

রাজ্য সরকারের গ্রুপ সি-এর (Group C Recruitment) হেল্পার কাম নাইট ওয়াচম্যান পদে প্রতি মাসে বেতন দেওয়া হবে ১২,০০০ টাকা। প্রতি মাস পিছু ১৪,৫৬৪ টাকা পারিশ্রমিক মিলবে হাউস ফাদার পদে নিযুক্ত প্রার্থীদের। কাউন্সিলর এবং চাইল্ড ওয়েলফেয়ার অফিসার পদে নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন মিলবে ২৩,১৭০ টাকা। অন্যদিকে অফিসার ইনচার্জ পদে নিযুক্ত প্রার্থীদের পারিশ্রমিক দেওয়া হবে প্রতি মাসে ৩৩,১০০ টাকা।

আরও পড়ুন: রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনে চাকরির সুযোগ, মাসিক মিলবে ১ লাখের উপরে, যোগ্যতার মান কত?

আবেদন পদ্ধতি

উল্লিখিত পদগুলিতে আগ্রহী প্রার্থীরা ইমেইল আইডির মাধ্যমে আবেদন পত্র জমা করতে পারবেন। এর জন্য বাঁকুড়া জেলার ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্র পূরণ করে তা ইমেইল আইডির depubankura@gmail.com মাধ্যমে পাঠিয়ে দিলে আবেদন সম্পন্ন হবে।

নিয়োগ পদ্ধতি

বিজ্ঞপ্তি অনুযায়ী সংশ্লিষ্ট পদগুলিতে (Group C Recruitment) লিখিত এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিযুক্ত করা হবে। এর জন্য ৮০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপে ১০ নম্বরের ভাইবা নেওয়া হবে। হাউস ফাদার এবং হেল্পার পদের ক্ষেত্রে ভাইবা নেওয়া হবে ২০ নম্বরের।

আবেদনের সময়সীমা

আগ্রহী প্রার্থীরা ২০২৫ সালের ২৪শে ফেব্রুয়ারি থেকে উপরের পদগুলিতে আবেদন করতে পারবেন। মার্চের ১৬ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। তারপর আর আবেদন গ্রাহ্য হবে না।

অফিসিয়াল ওয়েবসাইট

বাঁকুড়া জেলার এই সরকারি নিয়োগ (Group C Recruitment) সংক্রান্ত বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে অনুসরণ করুন জেলার অফিসিয়াল ওয়েবসাইট