‘পারছি না, আগের জায়গায় ফিরিয়ে দাও’, রহস্যময়ী হৈমন্তীর আবদার

নিজস্ব প্রতিবেদন : নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) কাণ্ডে নতুন রহস্যময়ী হিসাবে নাম উঠে এসেছে হৈমন্তী গাঙ্গুলীর (Haimanti Ganguly)। তবে তার নাম উঠে এলেও হৈমন্তীর স্বামী গোপাল দলপতি (Gopal Dalapati) বারবার দাবি করেছেন, হৈমন্তী নির্দোষ। এর পাশাপাশি তিনি সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, হৈমন্তীর শরীর ঠিক নেই, খুব তাড়াতাড়ি তিনি সামনে আসবেন।

গোপাল দলপতির ঘোষণা অনুযায়ী রহস্যময়ী হৈমন্তী গঙ্গোপাধ্যায় অবশেষে ওই সর্বভারতীয় চ্যানেলে সাক্ষাৎকার দেন। যে হৈমন্তী গঙ্গোপাধ্যায়কে খুঁজে বেড়াচ্ছেন তদন্তকারী দলের সদস্যরা সেই হৈমন্তী গঙ্গোপাধ্যায় টেলিফোনে সাক্ষাৎকারে ওই সংবাদ মাধ্যমকে জানান, তিনি সম্পূর্ণ নির্দোষ। নিয়োগ দুর্নীতির সঙ্গে তার কোন যোগাযোগ নেই। দূর দূরান্ত পর্যন্ত যোগাযোগ নেই।

অন্যদিকে হৈমন্তীর ফ্ল্যাটের সামনে যে সকল কাগজপত্র এবং চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয় সেই সম্পর্কে হৈমন্তী জানান, তিনি নাকি দীর্ঘদিন ধরেই ফ্ল্যাটে ছিলেন না। এখন কেউ যদি তার বাড়ির সামনে কাগজপত্র বা কিছু ফেলে দিয়ে চলে আসেন, তাহলে তার জন্য কি তিনি দায়ী হবেন!

নিয়োগ কেলেঙ্কারিতে গোপাল দলপতির নাম জড়ানোর আগে তিনি ২০১১ সালে মস্ত নামে একটি সংস্থা খুলেছিলেন। সেই সংস্থার নাম চিটফান্ড কেলেঙ্কারিতে যুক্ত হয় এবং তার জন্য গোপাল দলপতিকে জেল খাটতেও হয়। এরই মধ্যে নিয়োগ কেলেঙ্কারিতে নাম উঠে আসে গোপাল দলপতির। এসব প্রসঙ্গে অবশ্য হৈমন্তীর দাবি, তার দুনিয়া সম্পূর্ণ আলাদা এবং তার এইসব নিয়ে কোন রকম আইডিয়া নেই। গোপাল দলপতির সঙ্গে এই সকল বিষয় নিয়ে কোনদিন আলোচনা হয়নি তার। হৈমন্তী সারাদিন নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকেন বলে জানিয়েছেন।

আর বর্তমানে তাকে নিয়ে যে সকল ঘটনা ঘটছে তা নিয়ে সুর চড়িয়ে হৈমন্তী জানিয়েছেন, কোনরকম তথ্য-প্রমাণ ছাড়াই তার সামাজিক সম্মান নষ্ট করা হয়েছে। কেউ কোন কথা বলে দিল আর তার ভিত্তি করে এইভাবে সামাজিক সম্মান নষ্ট করা একদমই উচিত নয়। কুন্তল ঘোষকে তিনি চেনেন না। আর এইসব দাবি করার পাশাপাশি তিনি অনুরোধ করেছেন, ‘আমি জনগণের কাছে হাতজোড় করে অনুরোধ করছি আমাকে আমার আগের জায়গা ফিরিয়ে দিন।’