IPL 2025: ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২৫। হাতে আর দুই সপ্তাহও নেই, কিন্তু তার আগেই দিল্লি ক্যাপিটালসের জন্য এল বড় দুঃসংবাদ। ইংল্যান্ডের তারকা ক্রিকেটার হ্যারি ব্রুক আসন্ন আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। এর আগেও অনেক বিদেশি ক্রিকেটার শেষ মুহূর্তে এসে আইপিএলে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তবে ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যেই এই প্রবণতা বেশি দেখা গেছে। এবারও তার ব্যতিক্রম হলো না। দিল্লি ক্যাপিটালসের জন্য এটি একটি বড় ধাক্কা, কারণ ব্রুককে ৬.২৫ কোটি টাকায় দলে নিয়েছিল তারা। এখন তাকে না পাওয়ায় দলের পরিকল্পনায় বড় পরিবর্তন আনতে হবে।
নিজের এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডলে পোস্ট করে হ্যারি ব্রুক জানিয়েছেন, তিনি ইংল্যান্ড দলের জন্য প্রস্তুতি নিতে চান এবং জাতীয় দলের হয়ে খেলাটাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্রুক লেখেন যে, আইপিএল (IPL 2025) থেকে তিনি নিজেকে সরিয়ে নেওয়ার কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। এর জন্য দিল্লি ক্যাপিটালস দল এবং সমর্থকদের কাছে তিনি ক্ষমাপ্রার্থী। তবে ইংল্যান্ড ক্রিকেট দলের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আসন্ন সিরিজগুলোর জন্য তিনি নিজেকে উজাড় করে দিতে চান এবং বর্তমানে সেই প্রস্তুতিই নিচ্ছেন। তিনি আরও বলেছেন যে, অনেকেই তার এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলবেন, কিন্তু জাতীয় দলের হয়ে খেলাটাই তার কাছে অগ্রাধিকার।
ব্রুকের এই সিদ্ধান্তের কথা ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ECB) বিসিসিআইকে (BCCI) জানিয়ে দিয়েছে। তবে যেহেতু টুর্নামেন্ট শুরু হওয়ার মাত্র ১২ দিন আগে তিনি নিজের নাম প্রত্যাহার করেছেন, তাই তিনি নতুন নিয়মের আওতায় পড়তে পারেন এবং আগামী দুই বছরের জন্য আইপিএল খেলার সুযোগ হারাতে পারেন। আইপিএল কর্তৃপক্ষ এবার নতুন একটি নিয়ম চালু করেছে, যেখানে বলা হয়েছে,
কোনও বিদেশি ক্রিকেটার যদি নিলামে নাম দেন এবং দল পাওয়ার পর মরশুমের শুরুর আগে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে তাকে পরবর্তী দুই বছর আইপিএলে খেলার অনুমতি দেওয়া হবে না।
শুধুমাত্র শারীরিক অসুস্থতা বা চোটের কারণেই কোনও ক্রিকেটার আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিতে পারবেন, অন্যথায় তাকে নিষিদ্ধ করা হবে। ২০২৪ সালের আইপিএলেও শেষ মুহূর্তে নিজের নাম প্রত্যাহার করেছিলেন হ্যারি ব্রুক। সে সময় তার ঠাকুমার মৃত্যু হয়েছিল, যার কারণে তিনি অংশ নেননি। তবে এবারও তিনি টুর্নামেন্টের এত কাছে এসে নিজের নাম তুলে নেওয়ায় আইপিএল কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে।
আরও পড়ুন: পাকিস্তানে সৌভাগ্যের সন্ধান! সিন্ধু নদীতে মিলল মূল্যবান সোনার খনি
হ্যারি ব্রুক শুধু একজন ব্যাটসম্যানই ছিলেন না, দিল্লি ক্যাপিটালসের ক্ষেত্রে এবারের আইপিএলে (IPL 2025) সম্ভাব্য অধিনায়ক হিসেবেও তার নাম উঠে আসছিল। এখন ব্রুক দলে না থাকায় দিল্লিকে নতুন করে অধিনায়কের সন্ধান করতে হবে। কেএল রাহুল দিল্লির নেতৃত্ব নিতে চাননি, ফলে দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে অক্ষর প্যাটেলের হাতে। এছাড়াও, ব্রুকের না থাকায় দিল্লির ব্যাটিং অর্ডারে বড় শূন্যতা তৈরি হয়েছে। নতুন করে বিকল্প খুঁজতে হবে ম্যানেজমেন্টকে। এখন দেখার বিষয়, দিল্লি কাকে ব্রুকের জায়গায় স্কোয়াডে অন্তর্ভুক্ত করে এবং দলকে শক্তিশালী করার জন্য কী পরিকল্পনা নেয়।
দলের সমস্ত খেলোয়াড় ১৭ই ও ১৮ই মার্চ বিশাখাপত্তনমে যোগ দেবেন। সেখানেই চূড়ান্ত দলীয় পরিকল্পনা তৈরি হবে এবং ব্রুকের পরিবর্তে অন্য কোনও খেলোয়াড়কে নেওয়া হবে কি না, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আইপিএল (IPL 2025) শুরুর মাত্র কয়েকদিন আগে দিল্লি ক্যাপিটালস এই বড় ধাক্কা কাটিয়ে কীভাবে এগোয়, সেটাই এখন দেখার বিষয়। দল কীভাবে ব্রুকের শূন্যস্থান পূরণ করে এবং নতুন অধিনায়কের নেতৃত্বে কেমন পারফর্ম করে, তা নিয়ে দিল্লি ক্যাপিটালসের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।