হার্টের রোগ ঠেকাতে স্মার্ট প্রযুক্তি! অভিনব আয়োজন সিউড়ির সংস্থার, বিনামূল্যে হলো শিবির

হার্টের রোগের আক্রান্ত এখন বহু মানুষ। হার্টের রোগ এমন যে এর কারণে অ্যাটাক থেকে শুরু করে নানাবিধ সমস্যা তৈরি হয়। তবে এই ধরনের সমস্যা থেকে সাধারণ মানুষদের রক্ষা করতে এবার অভিনব আয়োজন সিউড়ির সংস্থার। যারা সম্পূর্ণ বিনামূল্যে শিবিরের আয়োজন করে রবিবার। হার্টের সমস্যা ছাড়াও মানসিক অবসাদ এবং চোখের সমস্যা নিয়েও পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে যাদের অবিলম্বে চিকিৎসার প্রয়োজন তাদের স্পেশালিস্ট চিকিৎসকের কাছে রেফার করা হয়।

সিউড়ির উপহার ওয়েলফেয়ার সোসাইটি নামে সংস্থার তরফ থেকে আয়োজিত এমন শিবিরের মূল আকর্ষণ ছিল Sunfox Spandan 12 Lead ECG Professional মেশিন। যা কেন্দ্রীয় ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO) অনুমোদিত একটি অত্যাধুনিক যন্ত্র। এই পোর্টেবল মেশিনের মাধ্যমে মাত্র ৫-৬ মিনিটে গোল্ড স্ট্যান্ডার্ড ইসিজি রিপোর্ট পাওয়া সম্ভব। সংস্থার পক্ষ থেকে জনস্বাস্থ্যকর্মী ও মনোবিদ প্রিয়নীল পাল জানান, তাদের লক্ষ্য অবাঞ্ছিত হার্ট অ্যাটাক আটকে দেওয়া।

আরও পড়ুনঃ অন্যের বাবাকে বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম রাখার ধান্দা! SIR চলাকালীন বীরভূমে ভয়ঙ্কর অভিযোগ, কাঠগড়ায় বাংলাদেশী, যিনি আবার তৃণমূলের গ্রাম্য নেতাও

এছাড়াও এই শিবিরে অতিরিক্ত মোবাইলের ব্যবহার কি কি ক্ষতি ডেকে আনতে পারে, বিশেষ করে চোখের সমস্যা কিভাবে মাথাচাড়া দিতে পারে সেই সম্পর্কে বোঝান চক্ষু বিশেষজ্ঞ সৌভিক দে।

উক্ত শিবিরে কম করে ৪০ জনের ইসিজি করা হয়। যাদের মধ্যে সাত আটজনের ট্রাইকার্ডিয়াক সমস্যা ও এসটি চেঞ্জেস ধরা পড়েছে। এই সমস্ত মানুষদের সুস্থ রাখার জন্য অতি দ্রুত কার্ডিওলজিস্টের সঙ্গে দেখা করে তাদের পরামর্শ নেওয়ার কথা বলা হয়েছে।