কুয়াশার চাদরে মুড়ে হু হু করে নামবে তাপমাত্রা! জারি হল সতর্কতা, দেখুন আজকের আবহাওয়া

Weather Update: ঠান্ডা যে এবছর জাঁকিয়ে পড়বে সে কথা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। একেবারে কথা রেখে বছরের শেষ বেলায় হু হু করে নামছে তাপমাত্রা। আজ সোমবার সপ্তাহের প্রথম দিনে কতটা নামবে উষ্ণতার পারদ? চলুন দেখে নেওয়া যাক দক্ষিণবঙ্গের ও উত্তরবঙ্গের আবহাওয়ার খবর।

কলকাতার আবহাওয়া

আজ কলকাতার আকাশে সূর্যের দেখা মিলবে ঠিকই তবে রোদ্রের তেজ থাকবে অনেকটাই ক্ষীণ। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি ও সর্বনিম্ন হতে পারে ১৩ ডিগ্রি। সাথে হাওয়া দেওয়ার ফলে ঠান্ডা আরও বেশি অনুভূত হবে বলেই জানা যাচ্ছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

সকাল থেকেই কুয়াশার পরিমাণ যে গত কয়েকদিনের তুলনায় বেশ কিছুটা বেড়েছে সেটা বোঝা যাচ্ছে। দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলায় কুয়াশার চাদরে মুড়ে গিয়েছে। হওয়ার থেকে শুরু করে পুরুলিয়া, বীরভূম ও বাঁকুড়ায় হাড় কাঁপানোর মত ঠান্ডা থাকবে বলে আভাস মিলেছে। বিশেষ করে বাঁকুড়াতে তাপমাত্রা ৭ ডিগ্রি পর্যন্ত নামতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

দক্ষিণেই যেখানে ঠান্ডায় কাবু মানুষ সেখানে উত্তরবঙ্গে উষ্ণতার পারদ আরও নিচে নেমেছে। ঘন কুয়াশার জেরে দৃশ্যমান্যতা এতটাই কমেছে যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। দার্জিলিং, উত্তর দিনাজপুর থেকে শুরু করে কোচবিহারের জন্যও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েক দিন শৈত্য প্রবাহ বজায় থাকব বলেই জানা যাচ্ছে।