Longest Road in World: রইল পৃথিবীর দীর্ঘতম পথ সম্পর্কে কিছু অজানা তথ্য

Here are some unknown facts about the world’s longest road: সময় যত এগিয়েছে মানব সভ্যতা এবং বিজ্ঞান ততই উন্নত হয়েছে। আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষ পৃথিবীর সব জায়গায় আজ পৌঁছাতে পারে। পৃথিবীর বিভিন্ন দুর্গম অঞ্চল ছাড়াও মানুষ আজকাল পৌঁছে যাচ্ছে চাঁদ এবং বিভিন্ন গ্রহেও। যেসব মানুষরা ভ্রমন করতে ভালোবাসেন তারা পায়ে হেঁটে চলে যাবেন বিভিন্ন অজানা জায়গায়। সেই কারণে মানবজাতি পৌঁছে গেছে মরুভূমি থেকে শুরু করে দুর্গম পাহাড়ি অঞ্চল এমনকি নির্জন দ্বীপে। কিন্তু আশ্চর্যের বিষয় হল এই পৃথিবীতে এমন একটি রাস্তা আছে যা এখনো পর্যন্ত কোনো পথচারী হেঁটে শেষ করতে পারেনি (Longest Road in World)।

এতক্ষণে নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে পৃথিবীর এই দীর্ঘতম পথ (Longest Road in World) কোথায় অবস্থিত? এটি দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে রাশিয়ার পূর্ব দিকের বন্দর শহর ম্যাগাদান পর্যন্তই বিস্তৃত রয়েছে। পথটি এতটাই দুর্গম যে কোন মানুষের পক্ষে হেঁটে শেষ করা অসম্ভব ব্যাপার। কথাটি একেবারেই সত্যি যে কোন মানুষ এখন অবধি এই পথ হেঁটে শেষ করতে পারেনি।

উন্নত যুগের সাথে তাল মিলিয়ে মানুষ দুর্গম থেকে দুর্গমতম যেকোনো পথ সহজে অতিক্রম করে ফেলে। তাহলে এই পথটি এতদিনে বাকি রইল কেন? আসল কারণ হলো এই দীর্ঘ পথ (Longest Road in World) প্রায় ২২,৩৮৭ কিলোমিটার বিস্তৃত, এটি হাঁটার যোগ্য হলেও খুবই দুর্গম। জানেন কি ভারতের কাশ্মীর থেকে কন্যাকুমারীর দূরত্ব হলো প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার? আর পৃথিবীর সবথেকে দীর্ঘতম পথটি এর প্রায় সাত গুণ। যদি আরো বিস্তারিতভাবে জানতে চান তাহলে প্রতিদিন আপনি গড়ে ৮ ঘণ্টা হাঁটলে এই পথ অতিক্রম করতে সময় লাগবে ৫৮৭ দিন। আবার বিশেষজ্ঞরা বলেছেন, কোনও বিরতি না নিয়ে যদি হাঁটেন তাহলে ১৮৭ দিন লাগবে এই সুদীর্ঘ পথ শেষ করতে। তবে বাস্তবে তা একেবারেই অসম্ভব।

এই রাস্তাটি (Longest Road in World) যে শুধু বিভিন্ন দেশকে সংযুক্ত করেছে তাই নয় তার সাথে যুক্ত করেছে তিনটি মহাদেশকে। আপনি যদি চান কোনরকম যানবাহন, নৌকা কিংবা স্টিমার ছাড়াই এই পথ ধরে উত্তর-পূর্ব রাশিয়ার ম্যাগাদান শহর থেকে পৌঁছে যেতে পারেন সুদূর দক্ষিণ আফ্রিকার কেপটাউনে। তবে এই পথে যদি চলা শুরু করেন আপনি পার করবেন ১৭ টি দেশ এবং উপভোগ করতে পারবেন ছয়টি ঋতু।

আপনি যদি বুঝতে চান এই রাস্তা কতটা দীর্ঘ তাহলে আপনাকে ১৩ বার মাউন্ট এভারেস্ট ওঠানামা করতে হবে। অনেক ভ্রমণপিপাসু মানুষ এই দুর্গম রাস্তাটি অতিক্রম করতে চান কিন্তু যাত্রপথ শেষ হবেনা জেনে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন সেখানে একেবারেই যেতে না।