Hidco Staff Recruitment: স্পেশাল অফিসার পদে নিয়োগ করা হচ্ছে হিডকোতে, কারা করবেন আবেদন?

Hidco Staff Recruitment: বর্তমানে রাজ্যের চাকরির বাজার যা মন্দা তাতে লোভনীয় চাকরির বিজ্ঞপ্তি দেখলেই তাদের আবেদন করা অবশ্যই উচিত। আজকের প্রতিবেদনে যে চাকরির কথা উল্লেখ করা হবে তা কাদের জন্য উপযুক্ত দেখে নিতে হবে চটজলদি। সবধরনের ছেলেমেয়েরা কি আবেদন করতে পারবে এই চাকরির জন্য? নাকি বিশেষ কোন ব্যক্তিরাই এই চাকরির জন্য উপযুক্ত? সমস্তটাই জানতে পারবেন আজকের প্রতিবেদনে।

পশ্চিমবঙ্গ হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড অর্থাৎ হিডকো-এ কর্মী নিয়োগ (Hidco Staff Recruitment) করা হবে। কতজন কর্মী নিয়োগ করা হবে? তাদের কি যোগ্যতা লাগবে? বেতন কত দেওয়া হবে? সমস্ত কিছুই দেখতে পারবেন হিডকোর ওয়েবসাইটে প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তিতে। চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।

কোন পদে কর্মী নিয়োগ (Hidco Staff Recruitment) করা হচ্ছে?

স্পেশাল অফিসার পদে নিয়োগ করা হবে কর্মী।

শূন্যপদ কটি?

দু’টি শূন্যপদ (Hidco Staff Recruitment) রয়েছে। চুক্তির ভিত্তিতে এই পদে কাজ করতে হবে।

কারা আবেদন করতে পারবেন এই পদের জন্য?

আবেদন করতে পারবেন শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মীরাই। সে ক্ষেত্রে আবেদনকারীর জমি এবং জমি সংস্কার সংক্রান্ত বিভাগে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

বয়সসীমা

প্রার্থীর বয়স ১লা জানুয়ারি, ২০২৪ অনুযায়ী ৬২ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। যদি যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে চান অবশ্যই দেখতে হবে অফিশিয়াল ওয়েবসাইট এর বিজ্ঞপ্তি।

আরও পড়ুন: সতর্কতা জিএসআইয়ের, কলকাতায় হতে পারে আবারও ভূমিকম্প

কিভাবে পাঠাবেন আবেদনপত্র?

আবেদনকারীকে তাঁর নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, জন্মতারিখ, কাজের অভিজ্ঞতা-সহ প্রয়োজনীয় নথি জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর (অ্যাডমিন)-কে উদ্দেশ করে ‘হিডকো ভবন’-এর ঠিকানায় (বিশ্ব বাংলা সরণি, ৩ নম্বর রোটারি, নিউ টাউন, কলকাতা ৭০০১৫৬) পাঠিয়ে দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ

আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ই মার্চ বেলা ১২টা পর্যন্ত। ১৩ই মার্চের পর আর কোনও আবেদনপত্র জমা নেওয়া হবে না।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে পশ্চিমবঙ্গ হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড-এর ওয়েবসাইটটি দেখতে পারেন। চাকরির এই দুর্দান্ত সুযোগ হাতছাড়া করবেন না। বরং চটজলদি করে ফেলুন আবেদন।