How to increase income: ইনকাম কম বলে রাতদিন বউয়ের কাছে খোঁটা শুনতে হয়! ৫ কৌশলে করে ফেলুন বশ

Follow these tips today if your wife complains about your income: বর্তমান সমাজে টাকা না থাকলে আপনি সম্পূর্ণ মূল্যহীন। আর যদি আপনার উপার্জন কম হয় শুধু আত্মীয় স্বজন না নিজের স্ত্রীও মুখ ফিরিয়ে নেবে আপনার থেকে। কম আয়ের জন্য দিনরাত হয়তো আপনাকে তীক্ষ্ণ বাক্যবাণে জর্জরিত করে তুলবে। স্বাভাবিকভাবে মহিলারা চায় একটি সুরক্ষিত জীবন, তাই এমন পুরুষকে তারা জীবনসঙ্গী করে বেছে নিতে চায়, যে আর্থিকভাবে স্বচ্ছল। কোন কারনে যদি এই ইচ্ছা তাদের পূরণ না হয় তাহলেই তারা তাদের বিষাক্ত বাণীর দ্বারা স্বামীর হৃদয়কে ব্যথায় ভরিয়ে তোলে। তখন সংসারের প্রতি সমস্ত মোহ মায়া ঘুচে যাবে আপনার। মনে হবে যেন কোন অতল সমুদ্রে হারিয়ে যাই। এই সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে আপনাকে আপনার আয়ের পরিমাণ বাড়াতে হবে (How to increase income)।

তবে এরকম কঠিন পরিস্থিতিতে পালিয়ে আসাটা সঠিক পদক্ষেপ নয় বরং লড়াই করাটাই জীবনের আসল উদ্দেশ্য। এরকম পরিস্থিতি যদি কখনো আপনার জীবনে আসে তাহলে নিজের স্ত্রীকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করবেন। এমন কিছু কৌশল আছে যা কাজে লাগিয়ে আপনি নিজের জীবনের এই অশান্তির হাত থেকে মুক্তি পেতে পারেন। আপনার জীবন অবশ্যই মধুময় হবে। মানুষ বেশিরভাগ সময় নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে চায় না, ফলে জীবনে উন্নতি করাটা কঠিন হয়ে দাঁড়ায়। আয়ের পথ বাড়াতে গেলে নিজের চেনা গণ্ডি থেকে বেরিয়ে আসতে হবে। যখনই দেখছেন নিজের স্ত্রী উপার্জন নিয়ে বারবার খোঁটা দিচ্ছে তখনই নতুন জায়গায় ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করুন। হয়তো আপনি ভাল কোন সুযোগ পেতে পারেন (How to increase income)।

অনেক পুরুষের সবথেকে খারাপ অভ্যাস হলো নিজের স্ত্রীর কাছ থেকে আসল ইনকাম লুকিয়ে রাখা। তারা মনে করে আসল ইনকাম বলে দিলে স্ত্রী হয়তো বেশি খরচ করে ফেলবে। তাই টাকা নেই বলে স্ত্রীর সামনে কান্নাকাটি শুরু করে দেন। যদি আপনার মধ্যেও এই বদ অভ্যাস থাকে তাহলে আজই পরিবর্তন করুন। যদি কখনো আপনার স্ত্রী আসল বেতন সম্পর্কে জানতে পারেন তাহলেই কিন্তু আপনার সুখের সংসারে আগুন লাগতে দেরি হবে না। সেই সময় আপনার স্ত্রী আপনাকে প্রশ্ন করে জর্জরিত করে ফেলবেন। তাই নিজের ইনকাম সম্পর্কে স্ত্রীকে সঠিক তথ্য দেবেন (How to increase income)।

প্রত্যেকটি স্ত্রীর তার স্বামীর প্রতি অভিযোগ এবং অনুযোগ থাকা স্বাভাবিক। আসলে এটাই কিন্তু দাম্পত্যের নিয়ম। আপনি যদি আপনার স্ত্রীর সমস্ত অভিযোগ সম্পর্কে তাকে ভালোভাবে বোঝান দেখবেন জীবনে আর কোন সমস্যাই রইল না। যখনই আপনার স্ত্রী আপনাকে উপার্জন নিয়ে খোঁটা দেবে তখনই নিজের মানসিক পরিস্থিতির কথা তার সামনে তুলে ধরবেন, দেখবেন তিনি অবশ্যই আপনার দুঃখ-কষ্ট বুঝতে পারবেন (How to increase income)।

যারা জীবনে বেশি উচ্চাকাঙ্ক্ষা রাখেন তাদের সুখী হওয়াটা সত্যি মুশকিলের। নিজের আয় অনুযায়ী ব্যয় করতে শিখুন দেখবেন জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। যদি এই ব্যাপারটা স্ত্রীকে বোঝাতে পারেন দেখবেন তিনি আপনাকে উপার্জন নিয়ে আর খোঁটা দিচ্ছেন না। অন্যদিকে আরেকটি উপায় আছে, চাকরির বাজার এমনিতেই মন্দা এই সুযোগে যদি স্ত্রীকে বলেন আপনার জন্য বেশি টাকার চাকরি খুঁজে আনতে তাহলে তিনি চুপ করে যাবেন। দেখবেন আপনার কম ইনকাম নিয়ে সে আর আপনাকে খোঁটা দিচ্ছে না।