আপনার Aadhaar নম্বরে অন্য কেউ সিম কার্ড ব্যবহার করছে না তো! হাতেনাতে ধরার উপায়

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে দেশের অধিকাংশ মানুষের হাতে পৌঁছে গিয়েছে মোবাইল কানেকশন (Mobile)। একটি ছাড়াও এমন এমন মানুষ রয়েছেন যাদের কাছে দুই থেকে তিনটি সিম কার্ড (Sim card) রয়েছে। একসময় ছিল যখন আধার কার্ড (Aadhaar Card) দিলেই সিম কার্ড পাওয়া যেত। বর্তমানে সিম কার্ড দেওয়ার ক্ষেত্রে অনেক নিয়মে কড়াকড়ি করা হয়েছে।

তবে এই কড়াকড়ি নিয়ম আসার আগে পর্যন্ত ঢালাও ভাবে বাজারে যেসকল সিমকার্ড দেওয়া হয়েছে সেই সকল সিম কার্ডের মধ্যে কোন সিম কার্ড আপনার আধার নম্বর ব্যবহার করে চলছে না তো! অথবা বর্তমানেও যে কড়াকড়ি নিয়ম রয়েছে তার মধ্যেও আপনার আধার নম্বর ব্যবহার করে অন্য কেউ সিম কার্ড চালাচ্ছে না তো!

একজন ব্যক্তির নামে তোলা সিমকার্ড অন্য কোন ব্যক্তি চালাচ্ছেন এমন ঘটনা নতুন কিছু নয়। আমাদের দেশে এই ধরনের ঘটনার উদাহরণ রয়েছে অজস্র। এমনকি এই ধরনের ঘটনায় যদি ওই নম্বর থেকে কোনরকম অপরাধমূলক কাজ করা হয় তাহলে যার নামে সিম কার্ডটি রয়েছে তাকেও হয়রানির শিকার হতে হয়।

এই সকল ঘটনা থেকে রক্ষা পেতে এবার টেলিকম ডিপার্টমেন্ট সম্প্রতি টেলিকম অ্যানালিটিক্স ফর ফ্রড ম্যানেজমেন্ট অ্যান্ড কনজ়িউমার প্রোটেকশন (TAFCOP) চালু করেছে। এর মাধ্যমে যেকোনো ব্যক্তি খুব সহজেই জানতে পারবেন তার আধার কার্ড নম্বর ব্যবহার করে বাজারে কতগুলি সিম চালু রয়েছে। এই বিষয়টি সহজেই জানার পাশাপাশি সেই সকল নম্বর বন্ধ করার বন্দোবস্তও করা যাবে।

নিজের আধার নম্বরে কতগুলি সিমকার্ড রয়েছে তা জানার জন্য www.tafcop.dgtelecom.gov.in ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে নিজের কাছে থাকা মোবাইল নম্বর দিতে হবে। মোবাইল নম্বর দেওয়ার পর একটি otp আসবে এবং সেই ওটিপি নির্দিষ্ট জায়গায় দিতে হবে। ওটিপি ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর ওই নম্বরের জন্য ব্যবহৃত ডকুমেন্টের সঙ্গে আর কোন কোন সিম কার্ড লিঙ্ক রয়েছে তা জানিয়ে দেওয়া হবে। এই সকল সিমকার্ডের মধ্যে যদি কোনোটি আপনার না হয়ে থাকে তাহলে আপনি ওই ওয়েবসাইট থেকেই তা বন্ধ করার জন্য আবেদন জানাতে পারবেন।