অ্যানড্রয়েড হোক বা আইফোন, এই পদ্ধতিতে কল রেকর্ড করলে ঘুণাক্ষরেও পাবে না টের

নিজস্ব প্রতিবেদন : বর্তমান সময়ে এখন বিশ্বের অধিকাংশ মানুষের স্মার্টফোনে পৌঁছে গিয়েছে whatsapp। নিরাপত্তা থেকে শুরু করে ব্যবহারে স্বাচ্ছন্দ সবকিছুর কারণেই এই অ্যাপের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রথমদিকে এই অ্যাপ কেবলমাত্র চ্যাটের জন্য ব্যবহার করা হলেও বর্তমানে ভয়েস কল থেকে ভিডিও কল এমনকি গ্রুপ মিটিং সেরে নেওয়া যাচ্ছে সহজেই।

অনেকে আবার গোপনীয় তথ্য অপরকে জানানোর জন্য সাধারণ ভয়েস কলের তুলনায় হোয়াটসঅ্যাপ ভয়েস কলের ব্যবহার করে থাকেন। কেননা হোয়াটসঅ্যাপ ভয়েস কল করা হলে অপর প্রান্তের ব্যক্তি সেই ভয়েস কল রেকর্ড করতে পারেন না। আবার অনেক ক্ষেত্রে এইরকম ভয়েস কলে বিভিন্ন তথ্য দেওয়ার ফলে রেকর্ড না হওয়ায় সমস্যায় পড়তে হয়।

তবে জেনে রাখা দরকার যে whatsapp-এর ভয়েস কলও ফোন থেকে সহজেই রেকর্ড করা যায় একটি পদ্ধতি অনুসরণ করলে। অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করার জন্য আলাদা করে একটি অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হয়। সেই অ্যাপটির নাম হল Call Recorder – Cube ACR। এই অ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ছাড়াও অন্যান্য যে সকল অ্যাপ রয়েছে তাদের ভয়েস কল রেকর্ডিং করা যায়।

অ্যান্ড্রয়েড ফোনের মত আই ফোনেও whatsapp কল রেকর্ডিং করা যায়। আইফোনের হোয়াটসঅ্যাপ কল রেকর্ডিং করার জন্য QuickTime নামের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটি ডাউনলোড করতে হয়। আইফোন ছাড়াও ম্যাকবুক সহ আইওএস প্ল্যাটফর্মের যে সকল ডিভাইস রয়েছে সেখানেও এই অ্যাপ ইন্সটল করে হোয়াটসঅ্যাপ কল রেকর্ডিং করা সম্ভব।

তবে মনে রাখতে হবে সাধারণ কল হোক অথবা whatsapp কল, যেকোনো ক্ষেত্রেই আপনি অপর পক্ষের অনুমতি ছাড়া কল রেকর্ডিং করতে পারেন না। অপরপক্ষের অনুমতি ছাড়া কল রেকর্ডিং ভারতীয় আইনের দন্ডবিধি অনুযায়ী অপরাধ।