Traffic Challan : কিভাবে কয়েকটি ক্লিকে জমা করবেন ট্রাফিক ফাইন? আসুন জেনে নি সহজ পদ্ধতি

Traffic Challan : রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে মেনে চলতে হয় অনেক রকম ট্রাফিক নিয়ম। তবে অনেক সময় ট্রাফিক নিয়ম ভঙ্গ করেন গাড়ি চালকরা। কখনো হয়তো বুঝতে না পেরে। কখনো আবার ইচ্ছা করে। আর গাড়ি চালাতে গিয়ে নিয়ম ভঙ্গ করলেই পড়তে হয় জরিমানার মুখে। শাস্তি হিসেবে এখন বেশিরভাগ জরিমানা অর্থাৎ চালান কাটা হয় ডিজিটালি।

অর্থাৎ গাড়িচালকের মোবাইলে নম্বরে পৌঁছে যায় চালান। এসএমএসের মাধ্যমে পৌঁছে যায় চালানের সমস্ত তথ্য। আর একবার চালান কেটে দেওয়া হলে, তা ৬০ দিনের মধ্যে জমা করতে হয়। অন্যদিকে এই চালান জমা করা যায় অফলাইন এবং অনলাইনে। আপনাদের আজকের এই প্রতিবেদনে জানাবো, কিভাবে অনলাইনে চালান জমা করবেন বা তার স্ট্যাটাস চেক করবেন।

  • কলকাতা পুলিশের ট্রাফিক ওয়েবসাইটে ই চালান জমা দেওয়ার নিয়ম।
    এর জন্য প্রথমেই আপনাকে যেতে হবে কলকাতা পুলিশের ওয়েবসাইটে। সেখান থেকে বেছে নিতে হবে মেক অনলাইন পেমেন্ট অপশন। তারপর দিতে হবে আপনার গাড়ির নম্বর এবং চ্যাসিসের শেষ পাঁচটি নম্বর। তারপর আপনাকে দিতে হবে আপনার রেজিস্টার মোবাইল নম্বর এবং ইমেইল আইডি। এরপর আপনাকে ওয়ান টাইম পাসওয়ার্ড পাওয়ার জন্য গেট ওটিপি অপশন সিলেক্ট করতে হবে। ওটিপি আসার পর সেই ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে। পরবর্তী স্ক্রিনে কনফার্ম অপশনে ক্লিক করলেই চালান সংক্রান্ত সমস্ত তথ্য আপনার কাছে উঠে আসবে। এরপর এক বা একাধিক চালান সিলেক্ট করে নিতে হবে। তারপর পেমেন্ট অপশন সিলেক্ট করে অনলাইনে পেমেন্ট করতে হবে।

 

  • পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েবসাইট থেকে ই চালান জমা দেওয়ার নিয়ম।
    প্রথমেই আপনাকে পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকে বেছে নিতে হবে, মেক অনলাইন পেমেন্ট ফর ট্রাফিক ফাইন। পরবর্তী স্ক্রিনে আপনার কাছে উঠে আসবে জিআরআইপিএস ফর্ম। সেখানে প্রয়োজনীয় তথ্য আপনাকে ফিলআপ করতে হবে। এরপর ড্রপডাউন মেনু থেকে ডিপার্টমেন্ট অথবা ডাইরেক্টরেট সিলেক্ট করতে হবে। তারপর সিলেক্ট করতে হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। ফের ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট সার্ভিস বেছে নিয়, পুলিশ ট্রাফিক ফাইন সিলেক্ট করতে হবে। তারপর প্রসিডে ক্লিক করতে হবে। পরবর্তী স্ক্রিনে প্রয়োজনীয় তথ্য ভরে পেমেন্ট সম্পূর্ণ করতে হবে।

 

  • পরিবহন ই চালান ওয়েবসাইট থেকে ফাইন জমা দেওয়ার নিয়ম।
    প্রথমেই আপনাকে পরিবহন দপ্তরের ই চালান অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকে বেছে নিতে হবে অনলাইন সার্ভিস অপশন তারপর সেখান থেকে সিলেক্ট করতে হবে চেক চালান স্ট্যাটাস। পরবর্তীতে আপনাকে এন্টার করতে হবে চালান নম্বর, ড্রাইভিং লাইসেন্স নম্বর এবং গাড়ির রেজিস্ট্রেশন নম্বর। তারপর একটি ক্যাপচা কোড আসবে। সেটি সম্পূর্ণ করতে হবে। তারপর বেছে নিতে হবে গেট ডিটেলস অপশন। পরবর্তী স্ক্রিনে আপনি এক বা একাধিক চালান বেছে নিতে পারবেন। ফাইনাল পর্যায়ে সঠিক অংক বসিয়ে পেমেন্ট করতে হবে।

 

  • কলকাতায় কিভাবে আপনার ই চালানোর স্ট্যাটাস দেখবেন
    প্রথমেই আপনাকে পরিবহন দপ্তরের ই চালান অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকে বেছে নিতে হবে অনলাইন সার্ভিস অপশন তারপর সেখান থেকে সিলেক্ট করতে হবে চেক চালান স্ট্যাটাস। পরবর্তীতে আপনাকে এন্টার করতে হবে চালান নম্বর, ড্রাইভিং লাইসেন্স নম্বর এবং গাড়ির রেজিস্ট্রেশন নম্বর। তারপর একটি ক্যাপচা কোড আসবে। সেটি সম্পূর্ণ করতে হবে। তারপর বেছে নিতে হবে গেট ডিটেলস অপশন। তাহলেই আপনি চালান সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবেন।