Dilip Ghosh: কথায় কথায় ‘রগড়ে’ দেন! কীভাবে কেটেছে দিলীপ ঘোষের ছোটবেলা

How was BJP leader Dilip Ghosh’s childhood: দিলীপ ঘোষ (Dilip Ghosh) হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ। আসন্ন লোকসভা ভোটে তিনি পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর জেলার ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিত্বকারী একজন সংসদ সদস্য। তিনি জাতীয় সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ ইউনিটের নবম সভাপতি দিলীপ ঘোষ। ২০০৭ সাল অব্দি ভারতীয় জনতা পার্টির সাধারণ কর্মী হিসেবে নিযুক্ত ছিলেন। ২০১৬ সালে খড়গপুর সদর কেন্দ্র থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৯ সালে তিনি মেদিনীপুর কেন্দ্র থেকে লোকসভা ভোটে জয়ী হন।

রাজনীতির ময়দানে আমরা যে দিলীপ ঘোষ (Dilip Ghosh) কে দেখেছি সে অত্যন্ত রুঢ়ভাষী। যখন তখন যেকোনো ব্যক্তির সম্বন্ধে যা খুশি উপমা বা মন্তব্য ব্যবহার করতে পারেন তিনি। কিন্তু এই দিলীপ ঘোষ ছোটবেলায় একেবারেই এরকম ছিলেন না। ছোটবেলায় বেশ লাজুক প্রকৃতি ছেলে হিসেবেই পরিচিত ছিলেন দিলীপ ঘোষ। সারাদিন খেলাধুলা নিয়ে মাঠেই ব্যাস্ত থাকতেন। সবাইকে নিয়ে একসঙ্গে টিম গেম খেলাতে পারদর্শী ছিলেন তিনি। তবে ছোট থেকে তিনি বেশ স্পষ্টভাষী কারো অন্যায় কথাবার্তা মেনে নিয়ে মাথা নিচু করে চলতে তিনি রাজি নন। মুখের উপর কড়া ভাষায় উত্তর দিতে পারেন ছোট থেকেই।

দিলীপ ঘোষ (Dilip Ghosh) জন্মগ্রহণ করেন মেদিনীপুরের অন্তর্গত ঝারগ্রাম এলাকায়। তার ছোটবেলার বেশিরভাগ সময়টা কেটেছে মাঠে খেলাধুলা করে। হাডুডু, ফুটবল, কবাডি, ভলিবল ইত্যাদি খেলায় তিনি ছিলেন সমান পরাদর্শী। তবে তিনি একা যেতেন না ভাইদেরকেও সাথে করে নিয়ে যেতেন খেলার জন্য ছেলেবেলা থেকে আর পাঁচটা ছেলের মতন কাটলেও স্বাভাবিক জীবন যাপন করছিলেন তিনি। কিন্তু যৌবনে পা দেওয়ার পর তার জীবনে কিছু পরিবর্তন আসে। নানা কারণে প্রেম ভালোবাসা করে ওঠা হয়নি তাই শেষ পর্যন্ত আর বিয়েটাও করা হলো না।

আরও পড়ুন 👉 Lok Sabha Election Opinion Poll WB: দেবাংশু থেকে দিলীপ, ভাগ্য খুলবে কার! কী বলছে সমীক্ষা

যৌবনে পা দিতেই এক নতুন খেলায় মেতে উঠলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh), “রাজনীতির খেলা” এক সাক্ষাৎকারে দিলীপ ঘোষের মা বলেন দিলীপ ঘোষ আরএসএস-এ যোগদান করে তারপরে আর ঠিকমত বাড়ি ফিরত না। তবে নিয়মিত মায়ের ওষুধ পাঠাতে ভুল হয়নি কখনো। মাঝে মাঝেই ফোনে মায়ের খোঁজ নেন তিনি। তিনি ওষুধ পেয়েছেন কিনা ওষুধ খাচ্ছেন কিনা এই সমস্ত বিষয়ে খোঁজ রাখেন তিনি। তবে খুব বেশি সময় তিনি পরিবারের পিছনে খরচ করতে পারেন না। কারণ বেশিরভাগ সময়টা তাকে খরচ করতে হয় রাজনীতির পিছনে।

মাত্র ২২ বছর বয়সে বাড়ি ছেড়ে রাজনীতিতে যোগদান করা সেই লাজুক ছেলেটা আজকে বাংলা জুড়ে দাদাগিরি করে চলেছে। একদিন কার সেই লাজুক ছেলে আজকের রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছেন। দিলীপ ঘোষের জীবনে হঠাৎ করেই এই পরিবর্তন ঘটে যায়। বর্তমান লোকসভা তার জন্য তিনি তুরি মেরে কি জয় হাসিল করবেন সেটাই দেখার।