লাগবে না ড্রাইভিং লাইসেন্স, চালানো যাবে এই ই-স্কুটার

নিজস্ব প্রতিবেদন : দিনদিন পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি এবং পরিবেশ দূষণ থেকে রক্ষা করার জন্য ভারতের বাজারে বাড়ছে ইলেকট্রিক যানবাহনের প্রচলন। ইলেকট্রিক যানবাহনের প্রচলন বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বিভিন্ন সংস্থা বাজার ধরতে ইলেকট্রিক স্কুটার থেকে শুরু করে গাড়ি লঞ্চ করছে। সেইরকমই এবার ভারতের বাজারে পা দিল সুইডেনের জনপ্রিয় দু’চাকা গাড়ি প্রস্তুতকারক সংস্থা হাস্কভার্না।

ভারতের বাজারে তারা দুর্ধর্ষ একটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে। লঞ্চ হতে চলা এই ইলেকট্রিক স্কুটারের নাম দেওয়া হয়েছে হাস্কভার্না ভেক্টর। কয়েকদিন আগেই সংস্থার তরফ থেকে এই ইলেকট্রিক স্কুটারের কনসেপ্ট দেখানো হয়েছে এবং এই ইলেকট্রিক স্কুটারের টেস্টিং সেরে ফেলা হয়েছে দেশের মাটিতে।

ভারতে এই ইলেকট্রিক স্কুটার তৈরি করার জন্য বাজাজ তার ফেসিলিটি ব্যবহার করছে। ভেস্পা স্টাইলের ইলেকট্রিক স্কুটার বাজাজ চেতক নিয়ে এসেছে এই দু’চাকার ইলেকট্রিক স্কুটার প্রস্তুতকারী সংস্থাটি। জানা যাচ্ছে নতুন করে আসা এই সংস্থার ইলেকট্রিক স্কুটারে এমন কিছু আকর্ষণীয় ফিচারস থাকতে চলেছে যা বাজাজ চেতকের সঙ্গে অনেকটাই মিলে যাচ্ছে।

মূলত শহর অঞ্চলের বাসিন্দাদের টার্গেট করে তৈরি করা হচ্ছে এই নতুন ইলেকট্রিক স্কুটারটি। ব্যক্তিগতভাবে ট্রান্সপোর্টের জন্য যাতে এই ইলেকট্রিক স্কুটারটি সবসময়ই ব্যবহার করা যেতে পারে তার জন্য কমপ্যাক্ট ও এলিগ্যান্ট প্যাকেজে ঠাসা ভাবে তৈরি করা হচ্ছে। আধুনিকতার মিশেলে দুর্দান্ত ফিচার নিয়ে আসা হচ্ছে এই ইলেকট্রিক স্কুটারে। সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট প্যানেল এবং একটি ফুল-এলইডি লাইটিং-সহ কিছু আকর্ষণীয় ফিচার্স ও স্পেসিফিকেশনস দেওয়া হবে এই স্কুটারে।

এই ইলেকট্রিক স্কুটারটি প্রতি ঘন্টায় ৪৫ কিলোমিটার গতিবেগে চলতে সক্ষম। ৯৫ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ রয়েছে এই ইলেকট্রিক স্কুটারের অর্থাৎ একবার চার্জ দেওয়া হলে ৯৫ কিলোমিটার পর্যন্ত ছুটতে সক্ষম এই ইলেকট্রিক স্কুটার। পাশাপাশি এই ইলেকট্রিক স্কুটার চালানোর জন্য চালকদের কোন রকম ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হবে না।