প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা না পেলে ফোন করুন এই নম্বরে

নিজস্ব প্রতিবেদন : দেশের কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য কেন্দ্র এবং রাজ্য প্রতিনিয়ত নতুন নতুন প্রকল্প নিয়ে আসছে। এই সকল প্রকল্পের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যেমন কৃষক বন্ধু প্রকল্প জনপ্রিয়তার শিখরে, ঠিক তেমনি গোটা দেশে জনপ্রিয়তার শিখরে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা।

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা প্রকল্পের নবম কিস্তির টাকা সম্প্রতি কেন্দ্র সরকারের তরফ থেকে দেশের কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। প্রায় ১০ কোটি কৃষকের অ্যাকাউন্টে এই টাকা গিয়েছে। অন্যদিকে এই প্রকল্প যেহেতু পশ্চিমবঙ্গে আগে চালু ছিল না সেই কারণে পশ্চিমবঙ্গের কৃষকরা দ্বিতীয় কিস্তি পেলেন। পশ্চিমবঙ্গের কৃষকরা যাদের এখনও পর্যন্ত এই প্রকল্পে নাম উঠেছে তাদের প্রায় ২৬ লক্ষ কৃষক টাকা পেয়েছেন।

কেন্দ্র সরকারের তরফ থেকে এই প্রকল্পের জন্য প্রতিবছর তিন কিস্তিতে ২০০০ টাকা করে মোট ৬ হাজার টাকা দেওয়া হয়ে থাকে। এই প্রকল্পের জন্য কেন্দ্র সরকারের ১৯,৫০০ কোটি টাকা খরচ হয়ে থাকে। তবে জানা যাচ্ছে অনেকেই এই নবম কিস্তির টাকা ঠিকঠাক তাদের অ্যাকাউন্টে পাননি। এখন এই টাকা না পাওয়া গেলে কোথায় যোগাযোগ করতে হবে?

যদি কোন কৃষক প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা প্রকল্পের টাকা না পেয়ে থাকেন তাহলে তাদের অভিযোগ জানানোর জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে একটি হেল্পলাইন চালু করা হয়েছে। যে নম্বরে ফোন করেই সমস্যার সমাধান করতে পারবেন কৃষকরা। টাকা না পেলে 011-24300606 অথবা 155261 নম্বরে ফোন করে কেন টাকা ঢোকেনি তার কারণ জানা যাবে এবং অভিযোগ জানানো যাবে। এছাড়াও আরও যোগাযোগ সম্পর্কিত তথ্যের জন্য https://www.pmkisan.gov.in/Contacts.aspx দেখতে পারেন।